পিয়ালী দাস,বীরভূমঃ
আহত এক ব্যক্তিকে রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠালেন মহকুমা পুলিশ আধিকারিক।গতকাল ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে এক পথচারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পাশ দিয়ে অনেক গাড়ি বেরিয়ে গেলেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ।ভিড় করে দেখতে থাকে। ঠিক সেই সময়ই রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় তারাপীঠের ফুলিডাঙায় কর্মতীর্থ ভবনের উদ্বোধন করতে যাচ্ছিলেন।তাঁর পিছনের গাড়িতে ছিলেন রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়।তিনি আহত ব্যক্তিকে দেখতে পেয়ে গাড়ি থামান।তারপর তাঁকে রামপুরহাট স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে ঘটনাস্থানে পৌঁছান রামপুরহাট ১ ব্লকের স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ রায় চৌধুরি। তিনি ওই পথচারীটিকে প্রাথমিক পরীক্ষা করে দেখেন তার পালস ঠিক আছে।তারপর তাঁকে একটি গাড়ি করে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়।আহত ওই ব্যক্তি বর্তমানে অনেকটা সুস্থ বলে জানা গেছে।
আরও পড়ুনঃ রপ্ত করা মহাবিদ্যা শেষ পর্যন্ত ধরা পড়াতেই পরিণতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584