তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুর্ধ ১২ সাব জুনিয়ার নজরুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মর্যাদা পেল প্রদীর দত্ত এবং রানার্স হয় দিগন্ত কর্মকার।
দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ উত্তম মিত্র।বেঙ্গল দাবা এসোসিয়েশন অনুমোদিত উত্তর দিনাজপুর জেলা দাবা এসোসিয়েশনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় একদিনের অনুর্ধ ১২ বছর “সাব-জুনিয়ার” নজরুল দাবা প্রতিযোগিতা রায়গঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে অনুষ্ঠিত হয়।
উত্তর দিনাজপুর জেলা দাবা এসোসিয়েশনের সম্পাদক সুব্রত সরকার জানান,তাদের উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বছরের বারো মাসের প্ৰতি মাসে আমাদের দেশের মনীষীদের নামে দাবা খেলাকে জনপ্রিয় করতে এই খেলা নামানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এটি ষষ্ঠতম দাবা খেলার আসর অনুষ্ঠিত হল।রবিবার বেলা সাড়ে এগারোটায় দাবা খেলার উদ্বোধন করেন বিশিষ্ট দাবাড়ু স্বরূপ দত্ত।প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু মন্ডল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সভাপতি নিখিল কুমার চক্রবর্তী।অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পম্পা দত্ত,প্রবীর সেনগুপ্ত,সহদেব ঘোষ সহ অনেকে।
আরও পড়ুনঃ স্কুলে দাবা প্রতিযোগিতার আসর, অংশগ্রহণ করে উচ্ছসিত পড়ুয়ারা
সাব-জুনিয়ার দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বিশিষ্ট দাবাড়ু দেবাশিস মিত্র।জেলা সম্পাদক সুব্রত সরকার বলেন উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা যে,উদ্দেশ্যে নিয়ে এই খেলা পরিচালনা করছে।তাতে করে তাদের উদ্দেশ্য সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।শিশুদের মধ্যে দাবা খেলার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে সুব্রত সরকার জানান।তাদের উদ্দেশ্য সফল হবার জন্য তাদের জেলা দাবা সংস্থা খুশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584