শ্যামল রায়, নবদ্বীপঃ
সারা দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন চলছে। লকডাউন চলাকালীন বহু মানুষ আছেন যারা কর্মহীন হয়ে পড়ায় চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছেন। বহু মানুষ আছেন যারা কাজকর্ম করে ডাকঘরে সঞ্চয় করেছিলেন তাদের ফিক্সড ডিপোজিটের টাকা। যা মুখ্য ডাকঘর থেকে তা তুলতে পারছেন না।
সোমবার নবদ্বীপ শহরের নবদ্বীপ মুখ্য ডাকঘরে গিয়ে অনেকেই ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি একমাস আগে শেষ হলেও, বর্তমানে সার্টিফিকেট নিয়ে গিয়ে ফিরে আসছেন। ডাকঘরের তরফ থেকে জানানো হয়েছে, এখন লকডাউন চলছে তাই ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত দেয়া সম্ভব হচ্ছেনা। লকডাউন উঠলেই কাজ স্বাভাবিক হয়ে যাবে তখন সুদ সমেত ফিক্সড ডিপোজিটের টাকা ফেরত পাবেন।
আরও পড়ুনঃ চাল চুরির অভিযোগ মেদিনীপুরে, আটক বস্তা
তবে এদিন অনেকেই জানাচ্ছেন যে তারা লকডাউনের কারণে অভাব অনটনের মধ্যে পড়েছেন তাই টাকার প্রয়োজন রয়েছে কিন্তু তাদের জমানো টাকা ফেরত পাবেননা এটা নিজেরাও অবাক হচ্ছেন, তাই কবে লকডাউন উঠবে, আর কবেই বা তাদের জমানো অর্থ ফেরত পাবেন এই প্রশ্ন উঠেছে তাদের কাছে। তাই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রাপ্ত টাকা না পাওয়ায়।
বহু গ্রাহক আছেন সার্টিফিকেট নিয়ে গিয়ে মুখ্য ডাকঘর থেকে ফিরে আসছেন। এছাড়াও বিভিন্ন উপ ডাকঘর গুলি বন্ধ থাকার কারণে তারা টাকাপয়সা লেনদেনও করতে পারছেন না। ফলেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584