মনিরুল হক, কোচবিহারঃ
ব্যবসায়ীরা প্লাস্টিক ব্যবহার করছেন কিনা তা খতিয়ে দেখতে এদিন সন্ধ্যায় আচমকাই মাথাভাঙ্গা শহরের বিভিন্ন দোকানে হানা দিলেন মাথাভাঙ্গা মহকুমাশাসক জীতীন যাদব।
প্রসঙ্গত মহকুমাশাসক হিসাবে মাথাভাঙ্গায় কাজে যোগদান করে মাথাভাঙ্গা শহরকে প্লাস্টিক মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন তিনি। এবিষয়ে কাজের অগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখতে অভিযানে নামেন তিনি।
এদিন মহকুমা শাসক বলেন, মাথাভাঙ্গা শহরের নব্বই শতাংশ ব্যবসায়ী প্লাস্টিক ব্যবহার বন্ধ করেছেন। দশ শতাংশ চুপিসারে পুরোনো স্টকের প্লাস্টিক ব্যবহার করছে। সেটা বন্ধ করতেই বিভিন্ন দোকানে আজ অভিযান চালানো হয়। মহকুমাশাসক আরো জানান, এদিন মাথাভাঙ্গা শহরের একটি বস্ত্র প্রতিষ্ঠান ও একটি জুতোর দোকানে প্লাস্টিক পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584