নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মহামারি করোনা ভাইরাসের মোকাবিলায় মার্চ মাস থেকে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে বহু মানুষ কাজ হারিয়েছে ৷ ফলে আর্থিক সঙ্কটে ভুগছে সাধারণ মানুষ ৷ খাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সবজি হিসেবে আলুর ব্যবহার অপরিসীম ৷ এই পরিস্থিতিতে আলুর দাম বেড়ে যাওয়ায় কার্যত সমস্যার মধ্যে পড়েছে দুঃস্থ পরিবার গুলি থেকে শুরু করে সাধারণমানুষ ৷
এবার আলুর দামে লাগাম টানতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বড় বাজারে অভিযান চালালো তমলুকের মহকুমা শাসক কৌশিকব্রত দে। শনিবার কৃষি বিপণন দফতর, তমলুক থানার পুলিশ, তমলুক মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
অন্যান্য জেলার তুলনায় পূর্ব মেদিনীপুর জেলায় আলুর দাম অনেকটাই বেশি বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। খোলাবাজারে জ্যোতি আলুর দাম কোথাও ৩২ কোথাও ৩৩ টাকা, প্রশাসনের নির্দেশ ৩০ টাকার বেশি দামে কোথাও আলু বিক্রি করা যাবে না। তমলুক শহরের বাজার ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন আলুর গোডাউনে প্রশাসন অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে ” শিক্ষারত্ন” পুরস্কারে সম্মানিত ৫ শিক্ষক
বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে এদিন কথোপকথন করেন মহকুমা শাসক ৷ এমনকি বাজারে সবজি কিনতে আসা বিভিন্ন মানুষজনের সঙ্গেও কথা বলেন তিনি ৷ তবে প্রশাসনের এই নজরদারিতে আগামী দিনে কি আলুর দাম কমবে তা নিয়ে দ্বন্দ্বের মধ্যে রয়েছে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584