মনিরুল হক, কোচবিহারঃ
পথে নেমেই দুটি পণ্যবাহী ট্রাক বাজেয়াপ্ত করলেন কোচবিহার সদর মহকুমা শাসক। হেরিটেজ শহর স্বীকৃতি পাওয়ায় শনিবার সকালে কোচবিহার ভবানিগঞ্জ বাজারের উপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তার গুলি মাটির নিচ নিয়ে যাওয়ার পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষে বাজার পরিদর্শনে যান সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং ও ব্যবসায়ী সমেতির কর্মকর্তারা। এই সময়ে মহকুমা শাসকের নজরে আসে বিশ্বসিংহ রোডে তীব্র যানজট। ওই যানজটে হাঁসফাঁস রাজার শহর। রাজ নগর হারিয়েছে তাঁর কৌলিন্য। যাত্রীবাহী ও মালবাহী যানের দৌরাত্ম্যে পথ চলতি মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও দুর্বিষহ যন্ত্রণা পোহাতে হবে সাধারন মানুষকে। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরেও কোন কাজ হয়নি।
এমনকি ব্যবসায়ীদের সাথে যানজট এড়াতে প্রশাসনের একাধিক বার বৈঠক হয়। সেখানে স্থির হয় নির্দিষ্ট সময়ে ট্রাক থেকে মাল ওঠা-নামা করা হবে। এই নিয়মকে বুড়ো আগুল দেখিয়ে কিছু ট্রাক চালক দিনের পর দিন রাস্তায় গাড়ি ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে মাল ওঠা-নামা চলে। আর এতেই তীব্র যানজটের সৃষ্টি হয় ওই ব্যস্ততম রাস্তায় বলে অভিযোগ।
শনিবার বাজার পরিদর্শনের সময় বিশ্বসিংহ রোডের দুই পাশে বড় বড় দুটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে মহকুমা শাসক। আর এর ফলেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। সেই সময় ট্রাকের চালকদের কাছে বৈধ কাগজ দেখতে চান তিনি। মহকুমা শাসকের এই তৎপরতায় হতচকিত হয়ে পরে চালকেরা। এই সময় তারা গাড়ি নিয়ে পালাতে গেলে ফিল্মি কায়দায় সদর মহকুমা শাসক দৌড়রে গিয়ে চলন্ত ট্রাকটি আটক করে গাড়ির চাবি নিয়ে ডিএসপি ট্রাফিকের কাছে তুলে দেন তিনি। পরে পুলিশ ওই ট্রাক দুটিকে বাজেয়াপ্ত করেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ নেই বেতনের আশ্বাস, দ্বিতীয় দিনের অব্যাহত বিএসএনএল ঠিক শ্রমিকদের আন্দোলন
এদিন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন,“মাটির নিচ দিয়ে কি করে বাজার এলাকার বৈদ্যুতিক তার ব্যবসায়ীদের অসুবিধা না করে ভেতর দিয়ে কি ভাবে নেওয়া যায় ও ব্যবসায়ীদের কিছু অভিযোগ ছিল তা সরজমিনে খতিয়ে দেখতে পৌরসভার চেয়ারম্যানকে সাথে নিয়ে বাজারে এসেছিলাম। সেই সময় যানজট সমস্যা আমাদের চোখে পরে। সেই সমস্যা সমাধান করতে গিয়ে ওই দুটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584