নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অরুদীপ্ত দাশগুপ্ত’র পরিচালনায় আসছে থ্রিলারধর্মী ছবি ‘স্মেল’। এই ছবির মাধ্যমে দুজন নবাগত অভিনেতা সায়েরি সাহা এবং অমিত চন্দকে পাবেন দর্শক। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস।
আনলক পরিস্থিতিতে অনেক ছবি সিনেমা হলে মুক্তি পেলেও, দর্শককূল এখনও সেভাবে হলমুখী হননি। করোনা এখনও পরিবেশ পরিস্থিতি থেকে বিদায় না নিলেও শুভ মহরৎ সেরে ‘স্মেল'(Smell)-এর শুট শুরু করে দিলেন পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত।
ছবিটি মুক্তি পাবে আগামী বছর। সম্প্রতি ছবিটির মহরৎ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার এক ব্যস্ত স্টুডিওতে।
উপস্থিত ছিলেন ছবির পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত, নবাগত অভিনেতা অমিত চন্দ, সায়েরি সাহা সহ অন্যান্য কলাকুশলীরা।
আরও পড়ুনঃ ‘মৃগয়া’র শুভ মহরৎ সুসম্পন্ন
অভিনয় করছেন রাজেশ শর্মা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুব্রত দত্ত, জয় সেনগুপ্তর মতো অভিনেতারাও। ছবিটি যেমন মুক্তি পাবে বড় পর্দায়, তেমনি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584