নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শুভ মহরত সুসম্পন্ন হল রূপ প্রোডাকশনের আসন্ন তিনটি ওয়েব সিরিজের৷ হাজির ছিলেন তিনটি ওয়েব সিরিজেরই অভিনেতারা। হাজির ছিলেন পরিচালকদ্বয় সৌম্যজিত এবং বাপ্পা সহ অভিনেতা সৌরভ দাস সহ দর্শনা বণিক, ঐশ্বর্য সেন, সৃজনী মিত্র, রানা বসু ঠাকুর, অভিজিৎ গুহ, ঋষভ বসু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল নন্দ, ‘অল্প হলেও সত্যি’ এবং ‘সন্ধে নামার পরে’ নামের সিরিজ দুটি পরিচালনার দায়িত্বে সৌম্যজিত আদক।
‘অল্প হলেও সত্যি’তে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক, সৃজনী মিত্র, ঋষভ বসু। ৫ থেকে ৬ টি এপিসোডে দেখানো হবে এই সিরিজটি।
‘সন্ধে নামার পরে’তে দেখা যাবে ঐশ্বর্য সেন, অর্ন মুখোপাধ্যায়, রানা বাসু ঠাকুরকে। এটি একটি মার্ডার মিস্ট্রি। যাকে বলে থ্রিলার। ঐশ্বর্য এবং রানা বসু ঠাকুরকে দেখা যাবে তদন্তকারী অফিসারের ভূমিকায়। ঐশ্বর্যের চরিত্রের নাম ইরাবতী।
আরও পড়ুনঃ ‘সাই ফাই’ ছবিতে প্রিয়াঙ্কা, থাকতে পারেন ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র নায়কও
ওদিকে ‘সাইকো’তে অভিনয় করছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল নন্দ। পরিচালনায় বাপ্পা। এই ছবিতে কনীনিকা এবং কিঞ্জল দুই জনই থাকবেন চিত্রকরের চরিত্রে। কেউই নিজের চরিত্র সম্বন্ধে বেশি কিছু ভাঙেননি। তাহলে দেখার মজাটা চলে যাবে।
আরও পড়ুনঃ স্বস্তিকা নয়, সৌম্যজিত আদকের পরিচালনায় সৌরভের সঙ্গে ওয়েবে জুটি বাঁধছেন দর্শনা
তিনটি সিরিজেই গান এবং বাজনার ভূমিকা ভালই থাকবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ ওয়েব সিরিজেই বেশি অভ্যস্ত হয়ে পড়েছেন। কারণ সিনেমা হলে যেতে মানুষ ভয় পাচ্ছেন। তাই বিনোদন হিসেবে বেছে নিচ্ছেন মুঠোফোন। তাই তিনটি ভিন্নধর্মী ওয়েব সিরিজ নিয়ে আসার পরিকল্পনা রূপ প্রোডাকশনের, জানালেন প্রযোজক অঙ্কিত দাস এবং সুরেশ তোলানি। সব ঠিক থাকলে জুলাইতেই শুরু হবে শুটিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584