নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুভেন্দু অধিকারীর ট্র্যাক রিপোর্ট ভালো নেই যেখানে যেখানে যায় সেখানে সেখানে তৃণমূল পরাজিত হয়, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন বিজেপি প্রার্থীদের নিয়ে হুডখোলা গাড়িতে প্রচারে বিজেপির নেতা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়।
তিনি আরও বলেন ২০১৬ সালে ব্যবধান ছিল মাত্র ৪ শতাংশ তাই এবারে আমরা আরও বেশি ব্যবধানে জিতব। এছাড়াও প্রশান্ত কিশোর নিয়ে তিনি বলেন তৃণমূলের এখন সভাপতি হিসেবে কাজ করছেন প্রশান্ত কিশোর, তৃণমূলের কোন রাজ্য সভাপতি নেই এখন উনি সামলাচ্ছেন সেই দায়িত্ব।
অন্যদিকে এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত প্রদীপ পট্টনায়েক নির্দল হিসাবে দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে বিজেপি নেতা মুকুল রায় বলেন এখানে সিম্বল একটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ অর্থাৎ বিজেপি দাঁড়াবে সেই জিতবে, এভাবেই আরেকবার জেতার পক্ষে আশাবাদী তা পরিষ্কার করে দিলেন বিজেপি নেতা মুকুল রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584