১৮-য় পা দিল শুভশ্রীর প্রথম সন্তান, আদুরে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী

0
159

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি মালদ্বীপ ভ্রমণে গেছিলেন রাজ-শুভশ্রী আর তাঁদের একমাত্র সন্তান ইউভান। সদ্য বাড়ি ফিরেছেন তাঁরা। আপাতত পুজোর আনন্দে মেতেছেন অভিনেত্রী। এরই মধ্যে গতকাল মহাপঞ্চমীর দিনে ১৮-য় পা দিল শুভশ্রীর ‘প্রথম সন্তান’। ইউভানের দাদাকে তাই আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন রাজ ঘরনি।

Subhashree Ganguly

হ্যাঁ, এদিন শুভশ্রীর ‘প্রথম সন্তান’ই সাবালক হলেন। সে আসলে অভিনেত্রীর একমাত্র দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র অনীশ। রবিবার ১৮-য় পা দিল সে। ছোট থেকেই মাসির আদরে বড় হয়ে ওঠা অনীশকে এবার শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেত্রী। অনীশকে ছোট থেকে একেবারে নিজের সন্তানের মতোই আগলে বড় করেছেন শুভশ্রী।

আরও পড়ুনঃ সিদ্ধার্থের প্রয়াণের একমাস পর জনসমক্ষে এলেন শেহনাজ

এদিন অনীশের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় শুভশ্রী লিখলেন, ‘শুভ জন্মদিন আমার ছেলে, আমি তোকে অনেক ভালোবাসি। তোর জন্মদিনটা খুব ভালো কাটুক।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here