মহালয়ার সকালে টেলিভিশনের পর্দায় তিন দুর্গার লড়াই, থাকছেন কোয়েল-শুভশ্রী-দিতিপ্রিয়া

0
105

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।স্বাভাবিকভাবেই আনন্দে মেতে ওঠার প্রস্ততিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আট থেকে আশি সকলেই। তবে দুর্গাপুজোর আগে মহালয়া নিয়ে সকলেরই একটা আগ্রহ থাকে। মহালয়ার দিন ভোরে উঠে প্রথমে রেডিওয়ে মহালয়া শোনা এবং তারপর টেলিভিশনের পর্দায় মহালয়া দেখা, প্রত্যেক বাঙালির নস্ট্যালজিয়া। এই দিনটায় পুজোর গন্ধ মেখে ছুটির আমেজে থাকেন সকলে।

Subhasree Koel Ditipriya
শুভশ্রী-কোয়েল-দিতিপ্রিয়া

আর তার আগের ক’দিন টেলিভিশনের পর্দায় কোন অভিনেত্রীকে এবার দুর্গারূপে দেখা যাবে এই নিয়ে একটা কৌতূহল তৈরি হয় মানুষের মনে। এবছর মহালয়ার দিন সকালে থাকছে চমক। দুর্গারূপে দেখা যাবে যাঁদের তাঁদের মধ্যে দুজন হলেন বড়পর্দার নায়িকা আর একজন হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী। কে সেই অভিনেত্রী? কাদের সাথেই বা টক্কর দিতে চলেছেন তিনি। এবার তা জেনে নেওয়া যাক।

‘করুণাময়ী রাণী রাসমনি’ ধারাবাহিকটি নিয়ে নতুন করে আর কিছু বলার দরকার পড়ে না। শুরু থেকেই এই ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে ওঠে। এই ধারাবাহিকে রাণী মা-র চরিত্রে অভিনয় করছিলেন দিতিপ্রিয়া রায়। সম্প্রতি ধারাবাহিকে প্রয়াণ হয়েছে রাণীমা-র। ফলে তাঁর অংশের শুটিংও শেষ। তবে এরপর অভিনয় থেকে বিরতি নেননি দিতিপ্রিয়া। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’র তৃতীয় পার্টের শ্যুট সেরে ফলেছেন। ডান্স বাংলা ডান্স-র মঞ্চেও হাজির ছিলেন। এবার শোনা যাচ্ছে মহালয়ার সকালে মা দুর্গা হয়ে সকলের সামনে আসতে চলেছেন দিতিপ্রিয়া।

শোনা যাচ্ছে, যে চ্যানেলে ‘করুণাময়ী রাণী রাসমনি’ হয়, সেখানে নাকি এ বার দুর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যদিও এখনও কোনও কিছু ঘোষণা করা হয়নি। অন্য একটি চ্যানেলে মহালয়ার ভোরে দুর্গারূপে ধরা দিতে পারেন কোয়েল মল্লিক।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা

এদিকে, রেটিং তালিকার শীর্ষে থাকা আরও একটি চ্যানেলে দুর্গারূপে দেখা যেতে পারে দিতিপ্রিয়া রায়কে। কয়েকদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এবারের মহালয়ায় টেলিভিশনের পর্দায় দুর্গা হিসাবে যে তিনটি নাম উঠে আসছে, তাঁরা সকলেই যে দর্শকের পছন্দের, তা নিয়ে কোনও সংশয় নেই। দুর্গারূপী কোন অভিনেত্রী কাকে টক্কর দেন, এবার সেটা দেখার অপেক্ষাতেই দিন গুনছেন দর্শককূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here