কোঁদলে জর্জরিত টিমে টিমওয়ার্কের ডাক শুভেন্দুর

0
116

শুভময় সেন,বহরমপুর,নিউজফ্রন্টঃ

কিডনির সংক্রমণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১৪ই নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত‍্যু হয় প্রাক্তন সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান হোসেনের। শনিবার তাঁরই স্মরণসভায় উপস্থিত থাকলেন রাজ‍্যের মন্ত্রী সহ জেলার ও প্রতিবেশী জেলার বিধায়ক সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

সকলের স্মরণেই উঠে এল প্রয়াত নেতার সঙ্গে তাদের নিজ নিজ সম্পর্কের কথা। দলের কথা। এদিনের সভায় উপস্থিত ছিলেন নদিয়ার একসময়ে কংগ্রেসের দৌরদন্ডপ্রতাপ নেতা তথা বিধায়ক শঙ্কর সিং। ছিলেন নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র। পরিবহন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ‍্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, কৃষিমন্ত্রী আশিষ ব‍্যানার্জী, পঞ্চায়েত প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ও মান্নান হোসেনের দুই পুত্র রাজীব ও সৌমিক। প্রত‍্যাশা মতোই সৌমিক ও রাজীবের কথায় ছিল তাঁদের বাবা প্রয়াত মান্নান হোসেনের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।

শুভেন্দু অধিকারির কন্ঠে ছিল টিম ওয়ার্কের ডাক। কারণ বলা যেতে পারে প্রায় জন্মলগ্ন থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল এই জেলায় অব‍্যহত এবং প্রয়াত নেতার অনুপস্থিতিতে তা যে কতটা প্রকট হতে পারে তা এই ক’দিনে ভালোই পর্যবেক্ষণ করেছেন পর্যবেক্ষক মহাশয়। তাই নতুন সভাপতির পরিকল্পনা মতো বর্ষীয়ান নেতা নিয়ামত সেখকে কার্যকরী সভাপতি ঘোষণা করে তাঁর ক্ষতে কিছুটা প্রলেপ লাগালেন বলেই মত জেলার রাজনৈতিক বিশেষজ্ঞদের ।

শেষে সাংবাদিকদের সঙ্গে

সমগ্ৰ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বাধ্য ছেলের মতো মঞ্চে বসে থাকলেও মান্নান হোসেনের একসময়ের সহযোদ্ধা নদিয়ার শঙ্কর সিংহ ব‍্যস্ত থাকলেন মহুয়া মৈত্রের সাথে আলোচনায়। একই জেলার অন‍্য বিধায়ক কল্লোল খাঁ বরং সময় কাটালেন মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সাথে। জেলা সভাপতি সুব্রত সাহার আপ‍্যায়নে সৌমিক হোসেন এলেন অতিথির মর্যাদায়। বসে থাকলেন এককোণে বহরমপুর পুরসভার পৌরপিতা নীলরতন আঢ‍্য মহাশয়। মঞ্চে বক্তৃতা দেওয়ার ডাক ও পেলেন না তিনি। যদিও জেলা নেতৃত্বের মতে ঘন্টাখানেকের অনুষ্ঠানে সবার বলার সময় কোথায়। তবে জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে টিমটাই যখন এলেবেলে তখন সামনের পঞ্চায়েত ভোটে দল জিতবে কোন টিম ওয়ার্কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here