‘উনি খুব অহঙ্কারী’,ভোট দিয়ে ভারতী সম্পর্কে শুভেন্দুর মত

0
83

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Subhendu says bharati is Arrogance
নিজস্ব চিত্র

আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়ার ২৬১ নং বুথের মহাপ্রভুচক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Subhendu says bharati is Arrogance
নিজস্ব চিত্র

এদিন শুভেন্দুবাবু ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন।তিনি বলেন,গরমের আগেই ভোট সম্পন্ন করা উচিত।ভোট হল একধরনের উৎসব।উৎসবে কখনও মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়।নির্বাচন কমিশনের এ বিষয় নিয়ে আগামী দিনে ভাবা উচিত।

আরও পড়ুনঃ ভাইয়ের সমর্থনে রোডশো শুভেন্দুর

এদিন জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে শুভেন্দুবাবু জানান,আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।আমরা বিপুল ভোটেই জয়লাভ করবো।

তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, একদল রাজনৈতিক পক্ষ কেন্দ্রীয় বাহিনী ও মিডিয়ার উপর ভিত্তি করে নির্বাচনে লড়ছে কিন্তু আমরা উন্নয়ন ও মানুষের উপর নির্ভর করে নির্বাচনে লড়ছি।

এদিন সকাল থেকে শুভেন্দুবাবু একেরপর এক বিধানসভা কেন্দ্রে ভোট পরিদর্শনে যান।তিনি মহিষাদল বিধানসভা এলাকায় ভোট পরিদর্শনে এসে ভারতী ঘোষ সম্পর্কে বলেন,’কয়লাকে দুধে সেদ্ধ করলেও কয়লার কোনও পরিবর্তন হয় না।কয়লা কয়লাই থাকে।উনি খুব অহংকারী।২৩ তারিখ বিজেপি বুঝতে পারবে ভারতী ঘোষকে প্রার্থী করে তাদের কী অবস্থা হয়েছে।আমি নিশ্চিত তৃণমূল অনেক ভোটে জিতবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here