মনোহরা বাড়িতে বৈশাখী হালখাতা, প্রবেশ অবাধ

0
373

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বিদায় ১৪২৭। আসছে ১৪২৮। ১৪২৭-এর ক্ষত আজও শুকোয়নি। সেই ক্ষত আরও দগদগে করতে হাজির করোনার নতুন রূপ। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুভয়। এরই মাঝে রাত গড়ালেই হাজির হতে চলেছে বাংলার নতুন বছর ১৪২৮।

mithai family | newsfront.co

mithai | newsfront.co

modok family | newsfront.co

মানুষ আশায় বাঁচে। নতুন বছরের প্রথম দিন ঘিরে তাই মানুষের উৎসাহ উদ্দীপনার শেষ থাকে না। প্রথম দিনের শুরুয়াতটা ভাল হলেই ভাল যাবে বাকি সব দিন। এমনই ধারণা সকলের মনে। তাই গুরুজনদের প্রণাম, হালখাতা, নতুন জামা, কবজি ডুবিয়ে বাঙালি খাবার খাওয়া বাদ পড়ে না কোনওটারই।

subho nababarsha | newsfront.co

nababarsha puja | newsfront.co

tele serial | newsfront.co

বাংলা বিনোদন চ্যানেলগুলিও বিনোদনের পসরা সাজায় টিভিতে। নাচে, গানে, আডায়, খাদ্যরসিকতায় দর্শককে মাতিয়ে তুলতে থাকে বিপুল আয়োজন। এবারও তেমনই ঘটতে চলেছে মিঠাইয়ের শ্বশুরবাড়িতে।

আরও পড়ুনঃ ‘মহাপীঠ তারাপীঠ’-এ দুদিনের মহাপর্ব

জি বাংলা পরিবারের অন্যান্য সদস্যরাও হাজির হবেন মনোহরা বাড়িতে। হাজির থাকবে অপু, দীপু, পারমিতা, রাধিকা, ঊর্মি, সাত্যকি সহ আরও অনেকে।পয়লা বৈশাখে রাত ৮ টা থেকে ১০ টা, টানা দু-ঘণ্টার স্পেশাল এপিসোডে মাতবে বাঙালি৷ চোখ রাখতে ভুলবেন না জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here