নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
শিক্ষকের দাবিতে বিদ্যালয়ের প্রধান গেটে তালে মেরে এবং গেটের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে আন্দোলনে ছাত্ররা। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের উচ্চ বিদ্যালয়ের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। দীর্ঘক্ষন পরে প্রধান শিক্ষক মহম্মদ সেলিমের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ছাত্ররা।
ছাত্রদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে হিন্দি ও উর্দু শিক্ষক নাই। ফলে তাদের পঠনপাঠন ঠিক ভাবে বিদ্যালয়ে হচ্ছে না। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকে জানিয়েও কোন সুফল না বেরিয়ে আসায় আজ বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে বলে ছাত্ররা বলে জানান। পরে প্রধান শিক্ষকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় আন্দোলন কারি ছাত্ররা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584