শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বৃহস্পতিবার বিজেপি-র জাতীয় কর্মসমিতির কমিটি থেকে বাদ পড়ল বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রমনিয়ম স্বামীর নাম। তারপরই বিজেপির সঙ্গে দুরত্ব বাড়াতে শুরু করলেন। নিজের টুইটার হ্যান্ডলের বায়ো থেকে মুছে দিলেন বিজেপি-র নাম।
নতুন টুইটার বায়োতে স্বামী নিজের পরিচয় দিয়েছেন কেবল মাত্র রাজ্যসভার সাংসদ হিসাবে। তাঁর টুইটার বায়োতে লেখা রয়েছে, ‘রাজ্যসভা এমপি, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি, অধ্যাপক, যেমন ভাল ব্যবহার পাব তেমন ফিরিয়ে দেব।‘
এর আগে স্বামীর টুইটার বায়োতে যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ ও বিজেপির জাতীয় কার্যসমিতির কমিটির সদস্য দুই-ই লেখা ছিল। আগাগোড়াই মোদী সরকারের আর্থিক নীতির ঘোর সমালোচক হিসেবেই পরিচিত স্বামী। কিন্তু জাতীয় কর্মসমিতির কমিটি থেকে বাদ পড়া আবার নতুন বিতর্ক তৈরি করে দিল।
আরও পড়ুনঃ অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত-চিন সেনা সংঘর্ষ
স্বামী ছাড়াও ইন্দ্রজিৎ সিংহ, প্রহ্লাদ পটেল, সুরেশ প্রভু, এসএস আলুওয়ালিয়া সহ বেশ কয়েকজন প্রবীণ বিজেপি নেতা বাদ পড়েছেন নতুন কমিটি থেকে। কৃষি আইন এবং উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে হিংসার ঘটনার সমালোচনা করেছিলেন মানেকা গান্ধী ও বরুণ গান্ধী, নাম কাটা গিয়েছে তাঁদেরও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584