মদের নামে আপত্তি ছিল না, এটিকে তো ফুটবল ক্লাবঃ সুব্রত ভট্টাচার্য

0
106

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বরাবরের ঠোঁট কাঁটা, তিনি মুখ খুললেই কোনো না কোনো বিস্ফোরণ ঘটবে। তৈরি হবে বিতর্ক। আর মোহনবাগান কর্তাদের সম্পর্কে তো তিনি বেশিরভাগ সময় বিরোধী মন্তব্য করেন। তিনি সুব্রত ভট্টাচার্য. মোহনবাগানের ঘরের ছেলে। কিন্তু এটিকে আর বাগানের এক হওয়াকে ভালো ভাবেই নিচ্ছেন।

Subrata Bhattacharjee | newsfront.co
সুব্রত ভট্টাচার্য। ফাইল চিত্র

নিউজফ্রন্ট প্রতিনিধিকে তিনি জানালেন, ‘সব কিছুই তো থাকলো মোহনবাগান নাম থাকলো। জার্সি এক থাকল, লোগোতে পালতোলা নৌকা থাকল, আর কি চাই, সবই তো ঠিক আছে। আর তাছাড়া মোহনবাগান নামের আগে মদের নাম যদি থাকতে পারে তাহলে এটিকে তো ফুটবল দল। ছয় বছর ধরে লোকসান করা একটা লীগে টাকা ঢেলেছে। এই প্যাশনটাকে অস্বীকার করবো কি করে। ফুটবল চালাতে গেলে টাকা লাগবে। কিছু জিনিস ত্যাগ করতে হবে। তবে আইডেন্টিটির প্রশ্নে মোহনবাগানের স্বার্থ সুরক্ষিত।‘

আরও পড়ুনঃ করোনা পরবর্তী প্রথম টেস্ট জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ

একই সঙ্গে ইস্টবেঙ্গলকে আইএসএলে দেখতে চেয়ে ময়দানের বাবলু বলেন, ‘কোনো মানেই হবে না মোহনবাগান খেলছে ইস্টবেঙ্গল খেলছে না আইএসএল। দুটো ক্লাবকে সমান ভাবে দরকার আইএসএলকে বিশ্ব পর্যায়ে তুলে ধরতে গেলে।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here