পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কলকাতার মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় ব্রিজ গুলির অবস্থা কেমন আছে সেগুলো খতিয়ে দেখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে আর তারই ফলস্বরূপ আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী।
আজ তিনি ইসলামপুর সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করার পর জেলার চাকুলিয়ায় জান বিভিন্ন ব্রিজ গুলির অবস্থা কেমন রয়েছে সেগুলো খতিয়ে দেখতে শুধু তাই নয় জেলার বিভিন্ন জায়গায় এই ব্রিজ গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো খোঁজখবর নিয়ে যাতে সেগুলো পুনরায় মেরামত করে ঠিক করা যায় তার জন্য তিনি নতুন জেলা পরিষদকে দায়িত্ব দিয়ে যাবেন পঞ্চায়েত মন্ত্রী আরো বলেন তাদের একটাই কাজ রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রীজগুলি অবস্থা হাল ফেরাতে উদ্যোগ নেওয়া আর সেই ফলস্বরূপ তারা উত্তরবঙ্গ থেকে এ কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃ দুই বিঘা জমিতে বিরল প্রজাতির পঞ্চাশ ধরনের ধান চাষ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584