মনিরুল হক,কোচবিহারঃ
ফের বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল। সোমবার তৃণমূলের এক প্রতিনিধি দল কোচবিহার জেলার শীতলখুচিতে যাবার সময় জটামারি কাছে তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়।এদিন শীতলখুচির কমিউনিটি হলে একটি কর্মীসভায় যোগ দিতে কোচবিহার থেকে শীতলখুচির উদ্দেশে রাওনা দেয় তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এক প্রতিনিধি দল। এই দলের তৃনুমুলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা দলের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামী সহ জেলা তৃনুমুলের নেতারা।
এদিন সুব্রত বক্সির নেতৃত্বে জটামারিতে তাদের গাড়ি আটকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় একই সাথে কালো পতাকা দেখিয়ে ‘গো-ব্যাক’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
যদিও ওই ঘেরাও বিক্ষোভে দলের কর্মী সমর্থকদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত সরকার এসডিপিও শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনি ঘটনা স্থলে পৌঁছেছে।
জানা গেছে,প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভের মুখে পরে পথে আটক হয়ে রয়েছে তৃণমূলের ওই প্রতিনিধি দল।
পরে সেখান থেকে বাধ্য হয়ে ওই প্রতিনিধি দল ফিরে আসেন।
অন্যদিকে দুর্নীতির অভিযোগে রাজ্য নেতৃত্বের সামনেই বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমূলনেত্রী। কোচবিহারের মাথাভাঙায় আজ দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ,কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন তথা তৃণমূলনেত্রী কল্যাণী পোদ্দার দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। একই অভিযোগ তাঁর স্বামী মাথাভাঙা পৌরসভার ভাইস চেয়ারম্যান চন্দন দাসের বিরুদ্ধেও।
জেলায় আজ একাধিক কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। শীতলকুচিতে একটি কর্মিসভায় যোগ দিতে যাওয়ার সময়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন সুব্রত বক্সি, দলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ, কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক মিহির গোস্বামী প্রমুখ।
দলীয় কার্যালয় থেকে ফেরার পথে মাথাভাঙ্গার সিতাই মোড়ে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা এই কেন্দ্রের বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মণের গাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। এ প্রসঙ্গে বিনয় বাবু জানান তাকে পরিকল্পিতভাবে আক্রমণের উদ্দেশ্য নিয়ে তাঁর গাড়িতে হামলা চালানো হয়।
বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিনয় বাবু। এইদিন শীতলখুচি থেকে মাথাভাঙ্গা শহরে আসার পথে সিতাই মোড়ে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অভিযোগ সেই সময় তাঁর গাড়ি হামলা চালানো হয়। যার জেরে ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি।
যদিও এধরনের কোনও ঘটনার সাথে বিজেপি কর্মীরা জড়িত নয় বলে জানান বিজেপি কোচবিহার জেলা নেতা হেমচন্দ্র বর্মণ। তিনি বলেন,এধরনের ঘটনা আসলে জনরোষের বহিঃপ্রকাশ। এর সাথে বিজেপি দলের কোনও সম্পর্ক নেই । বিধায়কের হামলার ঘটনা ছাড়াও এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটে দলীয় কর্মীরাই এই বিক্ষোভে সামিল হয় বলে জানা যায়।
এইদিনই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শীতলখুচিতে একটি দলীয় কর্মসূচীতে অংশ নিতে যাবার সময় পথে জটামারির কাছে চরম বিক্ষোভের মুখে পড়েন।
প্রসঙ্গত, রাজ্যে সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার দাবিতে এবার রাজ্যজুড়ে গণ-অবস্থানে বসছে প্রদেশ কংগ্রেস। ২৪শে জুন, সোমবার থেকে শুরু হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচী৷ প্রতিটা জেলায় মাসব্যাপী এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে বিধানভবন জানায়৷
লোকসভা নির্বাচন মিটে গেলেও হিংসা মিটছে না রাজ্যে। ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। সম্প্রতি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিন জন।
আরও পড়ুনঃ কর্মী খুনের প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ ডেপুটেশন বিজেপির
তাদের মধ্যে দু’জন বিজেপি কর্মী ও একজন তৃণমূল কর্মী বলে দাবি করা হয়েছে। এরমধ্যেই অগ্নিগর্ভ ভাটপাড়া৷ সেখানে বোমা-গুলির লড়াইয়ের দুই নিরীহ ব্যক্তির মৃত্যু হয়েছে৷ এই পরিস্থিতির জন্য বিজেপি ও তৃণমূল দু’দলকেই দায়ী করছে প্রদেশ কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584