নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
সোমবার বাঁকুড়ায় এনআরসি বিরোধী সভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জী।
এ দিন দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এনআরসি-র বিরুদ্ধে গর্জে উঠে তিনি বলেন, “করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকব, নয় এই আইনকে দূর করব।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘পাগল’ সম্বোধন করে এ দিন তিনি আরও বলেন, এরা দুজনে ভারতবর্ষকে তছনছ করার চেষ্টায় নেমেছে। এরপরে তিনি তাঁদের ‘পাগল’ বলার কারণ ব্যাখ্যা করে বলেন, অদ্ভুত খেয়ালে দেশটাকে লণ্ডভণ্ড করার খেলায় মেতেছেন তাঁরা। তাদের থামানোর জন্য এই মুহূর্তেই কোনও না কোনও পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এরপরে বর্ষীয়ান নেতা প্রশ্ন তোলেন, “পাগলদের পাল্লায় পড়ে দেশটাই যদি চলে যায় তবে কোথায় থাকবে তৃণমূল আর কোথায় থাকবে পাগলদের পদ্মফুল?”
এ দিন তৃণমূলের তরফে লালবাজার থেকে মাচানতলা পর্যন্ত এই বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584