পূর্ব বর্ধমানে পুজো দিতে আসা পঞ্চায়েত মন্ত্রী এড়িয়ে গেলেন গোঁজ প্রার্থীদের দলে ফেরানো প্রশ্নে

0
102

শ্যামল রায়,বর্ধমানঃ
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে একশ আট মন্দিরে পুজো দিতে।
পুজো দিতে এসে তিনি মিলিত হয়েছিলেন সাংবাদিকের সঙ্গে এক বৈঠকে।
মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন উন্নয়নের নিরিখেই তৃণমূলের জয় হয়েছে। সরকারের তরফ থেকে ব্যাপক উন্নয়নমুখী কাজ করা হয়েছে সারা রাজ্যজুড়ে। সেখানে বাদ পড়েনি পূর্ব বর্ধমান জেলাতেও।
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন রাস্তাঘাট পর্যাপ্ত পানীয় জল একশো দিন প্রকল্পে পুকুর খনন বিভিন্ন বিদ্যালয়ের মাঠ সংস্কার একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
আর সরকারের ব্যাপক উন্নয়নমুখী কাজের জন্যই জয়ী হয়েছেন আমাদের প্রার্থীরা।
তবে তিনি উল্লেখ করেন বিরোধীরা সব সবসময় উন্নয়নের গতিকে স্তব্ধ করে দিতে কুৎসা এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সুব্রত মুখোপাধ্যায় কে বিগত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দের দলে ফিরিয়ে নেওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি অনেকটা এরিয়ে চলে যান। কিছুই বলতে চাননি শুধু হেসেছেন।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন ব্লকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিক্ষুব্ধ একটা অংশের নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাড়িয়ে জয়লাভ করেছেন। একাধিকবার রাজ্যের অন্যতম মন্ত্রী অরূপ বিশ্বাস বারবার সতর্ক করে দিয়ে জানিয়ে দিয়েছেন যে নির্দল প্রার্থীরা যদি তৃণমূলে থাকতে চায় তাহলে হ্যান্ডবিল বিলি করে তৃণমূলের প্রার্থীর প্রচারে শামিল হতে হবে আর তা না হলে দল তাদেরকে বহিস্কৃত করবে। কিন্তু এই বার্তা অধিকাংশ জায়গাতেই মেনে নেননি তৃণমূলের বিক্ষুব্ধ অংশের নির্দল প্রার্থীরা।গোঁজ প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছে অনেকাংশে। বর্তমানে ওই সমস্ত নির্দল প্রার্থীদের তৃণমূল দলের নেতারা ফিরিয়ে নেবে কিনা এই প্রশ্ন উঠেছে পূর্ব বর্ধমান জেলায়। দলে ফিরিয়ে নেয়া হবে কিনা রাজ্যের অন্যতম মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও কিছু বললেন না। এড়িয়ে গেলেন গোঁজ প্রার্থীদের সম্পর্কে কিছু বলতে গিয়ে।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here