পিয়ালী দাস,বীরভূমঃ
কালীপূজার রাতে বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামের কালি মন্দিরের চুরি ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ।চুরি হওয়া কিছু সোনা সামগ্রীসহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মাসে কালীপুজোর রাতে চিনপাই বড় মা এবং ছোট মা কালী মন্দির দুটিতে প্রচুর পরিমাণ সোনা চাঁদির গহনাসহ প্রণামী বাক্স চুরি হয়।ঘটনার প্রতিবাদে উত্তাল হয় এলাকা।৬০ নম্বর জাতীয় সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। ঘটনার পর এলাকাবাসীর দাবি মত সদাইপুর থানার ওসিকে বদলি ও করা হয়।এক মাসের মধ্যে সেই চুরির ঘটনায় কিনারা করল পুলিশ।পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া এলাকার বাসিন্দা কালীবাবু বেদের কাছ থেকে ৯০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পান্ডুয়ার বাসিন্দা অজয় বেদ কেও গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হবে।জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “ধৃত ব্যক্তিরা তাদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন।ঘটনায় আরও ৫ জন জড়িত আছে ফলে ধৃত ২ জন জানিয়েছেন।পুলিশ জানায় বাকিদের খোঁজে তল্লাশি করা হচ্ছে।”
আরও পড়ুনঃ পুলিশ অফিসারের বদলির দাবিতে আদিবাসীদের বিক্ষোভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584