প্রীতম সরকার, বিনোদন ডেস্কঃ
টলিউডের কোন ফিল্মে এখন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ চরিত্রটি সহজেই ঢুকতে পারে, কারন এই ভূমিকায় অভিনয় করার লোক ইন্ড্রাষ্টিতে এসে গিয়েছেন। বাংলা চলচ্চিত্রের হিসাব অনুযায়ী, রজতাভ দত্ত ১৯টি বাংলা সিনেমায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
তবে তিনি আরও বেশিই নাম করেছেন, ‘সুন্দরী নায়িকার বাবা’ হিসাবে অভিনয় করে। ইন্ড্রাষ্টির ‘রনি’দার এখন আরও একটি পরিচয় হতেই পাতে যে তিনি ‘দেব’ এর শ্বশুর। সাত-সাতটি সিনেমায় রজতাভকে দেখা গিয়েছে, সুন্দরী নায়িকার বাবা হিসেবে, অবশ্যই প্রতিটিতেই তিনি ছিলেন ‘দেব’ এর শ্বশুরের ভূমিকায়।
শুরু হয়েছে ‘চ্যালেঞ্জ’ ছবিতে শুভশ্রীর বাবার ভূমিকায় অভিনয় করার পেরে থেকেই। প্রথম ছবিতেই অভিনয়টি ব্যাপক জমে যায়। তারপর থেকে এই ভূমিকাতে রজতাভকে দেখা গিয়েছে আর ‘পাবিলক’ সেই অভিনয় ‘খেয়েছেন’ বলা যেতেই পারে।
আরও পড়ুনঃ টানটান উত্তেজনায় প্রকাশ্যে এল আরআরআর -এর মোশন পোস্টার
যদিও ছবিতে তিনি সুন্দরী নায়িকার বাবা এবং অবশ্যই রাগী এবং কার্যত ‘ভিলেন’ হিসেবে অভিনয় করেছেন, কিন্তু বাস্তব জীবনে রজতাভ নিজের কাজ নিয়ে স্পষ্টতই গর্বিত। তিনি শখের অভিনেতা নন, পেশাদার অভিনেতা।
তাঁর বক্তব্য, যে ছবিতে যে চরিত্র তিনি পাবেন, সেই চরিত্র তিনি করতেই পারেন। অভিমান করে কোন লাভ যে নেই তিনি তা বোঝেন। তিনি উপলদ্ধি করেছেন, যে ছবি বক্স অফিস থেকে টাকা তুলে দেয়, সেই ছবিতে অন্যরকম চরিত্র খোঁজা মুশকিল। আশা করাটাও ভুল।
আরও পড়ুনঃ প্রকাশ্যে এল বাদশাহ-র ‘গেন্দা ফুল’
কিন্তু এত শক্তিশালী অভিনেতা, ‘প্রদীপের দৈত্য’ থেকে ‘রাগী স্কুল মাষ্টার’ সব চরিত্রেই তিনি সমান সফল। কোন ছবিতেই অভিনয় করতে তাঁর ক্লান্তি আসেনা। এমনকি পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য কোন অভিমানও কাজ করেনা।
তিনি একসময় মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ ছবিতে হলে গানের সঙ্গে নেচেছেন,পয়সা ছুঁড়েছেন, সেই ‘মিঠুনদা’ যখন তাঁকে প্রথম তাঁর বিপরীতে ভিলেনের অভিনয়ের প্রস্তাব দেন, তখন আর দু-বার ভেবে দেখেননি। অত্যন্ত কন্যাবৎসল রজতাভ দত্তের প্রিয় অন-স্ক্রিন কন্যা আবার কোয়েল মল্লিক।
কোয়েলের সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব রনিদার। শুটিং এর সেটে জমে ওঠে আড্ডা। সাইকোলজি নিয়ে পড়াশোনা করা কোয়েলের সঙ্গে আড্ডার প্রিয় সাবজেক্ট ওই সাইকোলজি। যা কিনা রনিদা ওরফে রজতাভ দত্তের অতি প্রিয় বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584