সফল অস্ত্রোপচার করে আবারো শিরোনামে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল

0
131

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ

অস্ত্রোপচারে সাফল্য পেল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল।কিছুদিন পূর্বে বিষধর কালাচ সাপের কামড় খাওয়া মৃতপ্রায় শিশুর প্রাণ বাচিয়ে সংবাদের শিরোনামে এসেছিল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল। এবারও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার করে আবার সাফল্য পেল।

চিকিৎসাধীন তরুন রবিদাস। নিজস্ব চিত্র

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা গেছে ১২ নভেম্বর পেটে যন্ত্রনা নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্ত্তি হয় বালুরঘাটের হোসেনপুর এলাকার তরুন রবিদাস নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক। হতদরিদ্র হওয়ার কারনে চিকিৎসার জন্য এই যুবকের একমাত্র ভরসা ছিল সরকারি হাসপাতাল। তার সেই ভরসার মান রাখতে এগিয়ে আসে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ অভিজিৎ বক্সি।

ডাঃ অভিজিৎ বক্সি। নিজস্ব চিত্র

এরপর ডাঃ অভিজিৎ বক্সি তরুন রবিদাস-এর এক্স-রে রিপোর্টে দেখতে পান তরুনের পেটে একটা পেরেক রয়েছে। এরপর নিজে দায়িত্ব নিয়ে অস্ত্রোপচার করে তিনি তরুন রবিদাস-এর পেট থেকে একটা বড় পেরেক বার করেন। স্বাস্থ্য পরিষেবার নাম করে রাজ্যের নার্সিং হোমগুলির বিরুদ্ধে রুগীর পরিবারের কাছ থেকে টাকা হাতানোর একাধিক অভিযোগ সেই সময় রাজ্য রাজধানীর তাবড় তাবড় নার্সিং হোমগুলিকে পাল্লা দিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের বিনামুল্যে এমন জটিল অস্ত্রোপচারের সাফল্য সরকারি হাসপাতালগুলির উপর যে ভরসা বৃদ্ধির অন্যতম উদাহরণ হবে তা বলাই বাহুল্য।বালুরঘাট হাসপাতালের এমন সফল প্রচেষ্টা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সাধারণ মানুষদের দ্বারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here