সংযুক্ত মোর্চা জোটের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ১৯৩ আসনে প্রার্থী ঘোষণা এসইউসিআইয়ের

0
215

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ও কুলতলি দুই আসন জেতার পরিস্থিতি রয়েছে বলে ঘোষণা করে সারা বাংলায় মোট একশো তিরানব্বইটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল এসইউসি(আই)। দলের তরফে একই সাথে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী আরও কিছু আসনে প্রার্থী দেওয়া হতে পারে।

SUCI party | newsfront.co
প্রার্থী ঘোষণা। নিজস্ব চিত্র

সোমবার এসইউসি রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য জানান, “বর্তমানে রাজ্য তথা দেশে অভূতপূর্ব খারাপ রাজনৈতিক পরিস্থিতি। তবুও আমরা কোনও জোটে না গিয়ে নিজেরা কর্মী সমর্থকদের ওপর নির্ভর করে কোচবিহারে নয়, আলিপুরদুয়ার পাঁচ, জলপাইগুড়ি ছয়, দার্জিলিঙে তিন, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ছয় ও চার, মালদা চার, মুর্শিদাবাদ আঠারো, নদিয়া দশ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সতের ও বাইশ, কলকাতা চার, হাওড়া আট, হুগলি পাঁচ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ষোল ও চৌদ্দ, ঝাড়গ্রাম তিন, পুরুলিয়া নয়, বাঁকুড়া এগারো, পূর্ব ও পশ্চিম বর্ধমান সাত ও ছটা আসনে প্রার্থী দিয়েছি।“

আরও পড়ুনঃ আব্বাসের হুঁশিয়ারিতে বিড়ম্বনায় বামেরা, আসন রফাতে আজ আলিমুদ্দিনে বসছে কংগ্রেস

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে চণ্ডী বাবু বলেন, “সাম্প্রদায়িক বিষের স্রষ্টা কংগ্রেস ও যে আব্বাস সিদ্দিকীর ধর্মীয় জলসা করে ও মিমের সমর্থক। এদের জোটকে কী করে আমরা ধর্ম নিরপেক্ষ বলব? আমরা নীতির ভিত্তিতে চলি। ভোট পাওয়ার জন্য লড়াই না। তাই আমরা ধর্ম নিরপেক্ষ সংযুক্ত মোর্চার পোশাকি নামের সুবিধাবাদী জোটের সঙ্গে আসন সমঝোতা করেনি এসইউসি।“ তিনি আরও বলেছেন, “অতীতে জয়নগর ও কুলতলিতে আমাদের দলের বিধায়ক ছিলেন। তাই এই দুই আসন নিয়ে আমরা অন্যান্য আসনের মত জেতার বিষয় আশাবাদী।“

আরও পড়ুনঃ নির্বাচনের আগেই শিবসেনাতে যোগদানের হিড়িক

চন্ডীদাস ভট্টাচার্য আরও বলেন,”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত বড় মাপের হিন্দুত্ববাদী বড়মাপের নেতা চেষ্টা করেও এরাজ্যে দলের তেমন প্রভাব বাড়াতে সক্ষম হননি। বর্তমানে অনেক কম ব্যক্তিত্বপূর্ণ নেতা কী করে বিজেপির প্রভাব বাড়াবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূল সরকারও এরাজ্যে ক্ষমতায় এসে পাসফেল ফিরিয়ে আনার কথা দিয়েও কথা রাখেনি। তারা বাংলার মনীষীদের রাজনৈতিক ভাবে ব্যবহার করছে।

আমরা বরাবর বামপন্থী দলগুলিদের সঙ্গে ঐক্য ও যুক্ত বামপন্থী আন্দোলন সম্পর্কে অবস্থান পরিষ্কার রাখলেও আমাদের ডাকে তারা সাড়া দেয়নি। এই অবস্থায় পাঁচ পন্থী থেকে এসইউসিদের বাদ দেয়। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন মনে করেনি। আর কংগ্রেসও কোনও কালে সেকুলার ছিল না।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here