নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সারা দেশের সাথে মেদিনীপুরেও পালিত হলো ভেনেজুয়েলা দিবস। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী ট্রাম্পের কুশপুতুল পুড়লো।মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোর সরকারকে উৎখাত করতে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মাদুরো ভেনেজুয়েলার সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক উগো সাভেজের মৃত্যুর পর পদাঙ্ক অনুসরণ করে তৈলক্ষেত্র জাতীয়করণ সহ নানান সামাজিক সংস্কারের কার্য পরিচালনা করছিলেন।ফলে মার্কিন সাম্রাজ্যবাদ ভেনিজুয়েলার প্রতিক্রিয়াশীল শক্তিগুলির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তাদের মদতপুষ্ট গুয়াইদোকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করতে থাকে।তাঁরা প্রতি মুহূর্তে যুদ্ধের হুংকার ছাড়ছেন।যার বিরুদ্ধে ভেনিজুয়েলাবাসী উত্তাল বিক্ষোভে সামিল হয়েছেন। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের যোদ্ধারা ভেনিজুয়েলার মার্কিন হস্তক্ষেপের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন এবং “নো ওয়ার অন ভেনেজুয়েলা” বলে একটি ফোরাম ঘ
গঠন করে একটি আবেদনের ভিত্তিতে বিশ্বজুড়ে জনমত সংগ্রহ করছে।সেই আবেদনে দলের সাধারণ সম্পাদকও স্বাক্ষর করেছেন। “নো ওয়ার অন ভেনিজুয়েলা” এই দাবিতে আজ ২৩ ফেব্রুয়ারি সারা বিশ্বে ভেনিজুয়েলা দিবস হিসেবে পালন করার আহ্বান জানানো হয়েছে।এই আহ্বানে এস ইউ সি এই (SUCI(C) ) এর পক্ষ থেকে সারা বিশ্বের সাথে ভারত বিক্ষোভ প্রদর্শন করে এবং ট্রাম্পের কুশপুতুল দাহ করা করে। মেদিনীপুরের কালেক্টরী মোড়ে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন SUCI(C) এর জেলা কমিটির সদস্য কমরেড দীপক পাত্র, লোকাল কমিটির সদস্য এবং ছাত্রনেতা কমরেড বিশ্বরঞ্জন গিরি, লোকাল কমিটির সদস্য কমরেড শীর্ষেন্দু বিকাশ শাসমল প্রমুখ।যুদ্ধবাজ ট্রাম্পের কুশপুতুলে অগ্নিসংযোগ করেন কমরেড দীপক পাত্র। দাবি ওঠে -মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলা থেকে হাত ওঠাও,ভেনিজুয়েলার নির্বাচিত সরকারকে উৎখাত করার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র বন্ধ করার স্লোগান।সেই সঙ্গে কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হোন উপস্থিত বক্তারা।পুলওয়ামায় আধা সেনার ওপর আক্রমণ ও হত্যার তীব্র নিন্দা করেন উপস্থিত নেতারা।
আরও পড়ুনঃ মোহনপুর মাঠে পাল্টা সভায় ভিড় জমালো তৃণমূল
নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি রাষ্ট্রপতি শাসনে সামরিক বাহিনীর প্রখর নজরদারি ও নিরাপত্তার মধ্যে এতবড়ো আক্রমণ ঘটলো কি করে,তার জবাব চাওয়া হয় এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়।সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মদতেই বেড়ে ওঠে জঙ্গি সংগঠন গুলি এবং কেন্দ্র সরকার সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করছে বলে সমালোচনা ঝড় তোলেন এস ইউ সি আই নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584