মনিরুল হক, কোচবিহারঃ
কুলতলির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবার পথে নামল এসইউসিআই কর্মীরা। শনিবার কোচবিহারের বিভিন্ন রাস্তায় প্রতিবাদ মিছিল করেন কর্মীরা। দলীয় নেতা সুধাংশু জানার হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানায় তারা।
কোচবিহারের এসইউসিআই নেতা নেপাল মিত্র অভিযোগ করেন, ‘আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা নিয়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলায় আমাদের দলের সুধাংশু জানার বাড়িতে হামলা চালিয়ে দুষ্কৃতীরা। তাঁকে খুন করা হয়েছে। তাঁর পরিবারের লোক সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক এখনও নিখোঁজ রয়েছেন। তাই দ্রুত তাঁদের উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতার করার দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল।’
আরও পড়ুনঃ হাসপাতাল উন্নয়নের দাবিতে শালবনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি বামেদের
শুক্রবার কুলতিলির মৈপীঠ এলাকায় তৃণমূল ও এসইউসিআইয়ের মধ্যে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এসইউসিআইয়ের সুধাংশু জানা ছাড়াও খুন হয়েছেন তৃণমূল নেতা অশ্বিনী মান্না।
তৃণমূলের দাবি, এসইউসিআই প্রথমে চরাও হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা অশ্বিনী মান্নাকে খুন করে। এরপরেই স্থানীয় বাসিন্দারা গিয়ে এসইউসিআই নেতা সুধাংশু জানার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। তখন সুধাংশ জানা আত্মহত্যা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584