গীতাশ্রী মন্ডল, জলপাইগুড়িঃ
হলদিবাড়ি এনজেপি লোকাল ট্রেনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি এবং লোকাল ট্রেনে রিজার্ভেশন ফর্ম ভর্তি করে টিকিট কাটার পদ্ধতি চালুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রবিবার সকালে জলপাইগুড়ি টাউন স্টেশনের প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই কমিউনিস্ট দলের শহর লোকাল কমিটির সদস্যরা।
সংগঠনের সদস্য সুব্রত দত্ত গুপ্ত বলেন,”অবিলম্বে রেলের অস্বাভাবিক বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। সেইসাথে লোকাল ট্রেনের যাত্রীদের জন্য লোকাল টিকিট কাউন্টার চালু করতে হবে।”
আরও পড়ুনঃ কোচবিহার রাজবাড়িতে কেন্দ্রের মহোৎসব বন্ধের দাবীতে বিক্ষোভ
তিনি এও বলেন, শিয়ালদা এবং হাওড়াতে লোকাল ট্রেনের ভাড়া বাড়েনি। তবে এই রুটে কেন ভাড়া বৃদ্ধি হল। তিনি অভিযোগ করেন, রেল পরিকল্পিতভাবে এই রুটটি তুলে দিতে চাইছে।
সেই উদ্যেশেই ভাড়া বৃদ্ধি করা এবং লোকাল ট্রেনে রিজার্ভেশন ফর্ম ভর্তি করে টিকিট কাটার পদ্ধতি চালুর মাধ্যমে যাত্রীদের হয়রানী করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584