নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের দফতরের সম্মুখে বাজেটের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই।বাজেট-২০২১ এর মধ্য দিয়ে কেরোসিনের উপর থেকে ভর্তুকি তুলে দেওয়া, সার্বিক বেসরকারীকরণ, ভয়াবহ মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সর্বগ্রাসী সিদ্ধান্ত নিয়েছে জনগণের শত্রু কেন্দ্রীয় বিজেপি সরকার।
এই ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে এসইউসিআই-র কেন্দ্রীয় কমিটির আহ্বানে বুধবার দেশব্যাপী বিক্ষোভ হয়। সারা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের দফতরের সম্মুখে বিক্ষোভ ও জনলুন্ঠনের প্রতিলিপি পোড়ানো হয়। তার আগে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে একটি মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে এসইউসিআই দলের জেলা সম্পাদক নারায়ণ অধিকারীর নেতৃত্বে।
আরও পড়ুনঃ কোলাঘাটে প্রবীণ নাগরিকদের টাকা ছিনতাইয়ের প্রতিবাদে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ স্থানীয়দের
প্রতিলিপিতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন নারায়ণ অধিকারী। তিনি বলেন, বিজেপি সরকার কার্যত দেশবাসীর বিরুদ্ধে অর্থনৈতিক মুদ্রণ ঘোষণা করে চলেছে। গত মার্চের লকডাউন থেকে যে বেপরোয়া বেসরকারীকরণ, ভয়াবহ মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক আক্রমণ, কৃষি ও কৃষকের সর্বনাশ চালিয়ে আসছিল, সেই কফিনে সংসদে আইনি পেরেক পুতল বাজেট-২০২১ এর মধ্য দিয়ে।
গরীবের ঘরে কেরোসিনের আলোও আর জ্বলতে দেবেনা মোদী বাহিনী। মালিকদের জন্য এই ভয়াবহ লুন্ঠনের বেপরোয়া আয়োজনের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে লড়ছেন আমাদের দেশের অন্নদাতাগণ। বুধবার আমরা সর্বত্র বিক্ষোভ ও প্রতিলিপি পোড়ালাম।
আরও পড়ুনঃ নজির গড়লো ফলতার মাজেদা, রুপশ্রী’র টাকা তুলে দিল বিডিও-র হাতে
লাগাতার আন্দোলনে দেশবাসীকে দলমত নির্বিশেষে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।এছাড়াও বক্তব্য রাখেন দলের কৃষক নেতা প্রভঞ্জন জানা, ডাক্তার প্রাণতোষ মাইতি, দলের জেলা কমিটির সদস্য দীপক পাত্র, ছাত্র নেতা বিশ্বরঞ্জন গিরি, মহিলা নেত্রী ঝর্ণা জানা, ভবানী চক্রবর্তী প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584