“ট্রাম্প গো ব্যাক” স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল কোচবিহারে

0
49

মনিরুল হক, কোচবিহারঃ

ট্রাম্পের ভারত সফরের প্রতিবাদে বিক্ষোভ কোচবিহারে। সোমবার ট্রাম্পকে সাম্রাজ্যবাদের শিরোমণি আখ্যা দিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়ে মিছিল ও কুশপুতুল দাহ করল এসইউসিআই (কমিউনিস্ট)।

suci protest against us president donald trump in cooch behar | newsfront.co
প্রতিবাদ। নিজস্ব চিত্র

এইদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কুশুপুতুল পুড়িয়ে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আতাতের অভিযোগ তুলে সুর চড়ায় এসইউসিআই। কোচবিহারের হাসপাতাল মোড়ে এস ইউ সি আই কর্মীরা এই আন্দোলনে সামিল হয়।

suci protest against us president donald trump in cooch behar | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুর্গাপুরে পোড়ানো হলো ট্রাম্পের কুশপুতুল

আন্দোলনকারীদের অভিযোগ ট্রাম্পের এই সফর দেশের সম্প্রীতিকে নষ্ট করবে৷ আন্দোলনকারীদের পক্ষে রিনা ঘোষ বলেন, বিশ্ব মানবতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন প্রতীক যুদ্ধবাজ ট্রাম্পের আজ ভারত সফরে আসা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু আপ্যায়নে এদেশের জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকার ১০০ কোটিরও বেশি পরিমাণ টাকা অবাধে জলের মত অপচয় করার প্রতিবাদে আজ সারা দেশ জুড়ে এসইউসিআই (কমিউনিস্ট) এর ডাকে প্রতিবাদ চলছে।

suci protest against us president donald trump in cooch behar | newsfront.co
নিজস্ব চিত্র
suci protest against us president donald trump in cooch behar | newsfront.co
নিজস্ব চিত্র

‘মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, নর হত্যাকারীদের ট্রাম্প গো ব্যাক” স্লোগান যুক্ত করে কোচবিহার শহরেও বিক্ষোভ মিছিল ও হাসপাতাল চৌপথিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।

আরও পড়ুনঃ ট্রাম্প বিরোধীতায় এসইউসিআই(সি)

suci protest against us president donald trump in cooch behar | newsfront.co
নিজস্ব চিত্র

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নেপাল মিত্র, জেলা কমিটির সদস্য রীনা ঘোষ, কোচবিহার লোকাল কমিটির সদস্য মানিক সরকার প্রমুখ। এই বিক্ষোভ কর্মসূচি ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে বিক্ষোভ দেখায় এবং সেখানেই ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়।

এবিষয়ে নেপাল মিত্র বলেন,“গোটা বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী দাঙ্গাবাজ ট্রাম্প এবং তারই শরিক এদেশের সাম্প্রদায়িক ভাতৃঘাতী দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর সমস্ত পর্যায়ের সাধারণ মানুষদের জীবন বিপর্যস্ত করার যে ঘৃণ্য ষড়যন্ত্র, এই আলাপচারিতা তারই অংশবিশেষ। এই সফরকে কেন্দ্র করে জনগনের কষ্টার্জিত বিপুল অর্থের অপব্যয়কে ধিক্কার জানিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা দরকার ”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here