নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
‘পাড়ায় পাড়ায় মদের দোকান নয় পানীয় জল চাই’ এই স্লোগান তুলে সোমবার মালদা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল এসইউসিআই।সোমবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক মহিলা পুরুষ এক কর্মসূচিতে অংশ গ্রহন করে। বিক্ষোভ শেষে জেলা আবগারি আধিকারিকের কাছে তাদের চার দফার ডেপুটেশন পেশ করে।
রাজ্য জুড়ে মদ ও মাদক প্রচার ও প্রসার বন্ধ করতে আন্দোলন শুরু করেছে এসইউসিআই।জেলা গুলিতে আন্দোলন বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করছেন কর্মীরা।সোমবার মালদহ জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচী করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক মহিলা পুরুষ ডেপুটেশন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
আরও পড়ুনঃ দমকলে অনৈতিক নিয়োগের অভিযোগে বিক্ষোভ
তাদের দাবী,জেলায় মদ ও মাদক একেবারে বন্ধ করতে হবে। নতুন কোন দোকান খোলার অনুমতি দেওয়া যাবেনা।জানা গিয়েছে রাজ্যে নতুন করে গ্রামীণ এলাকায় আরো ২০০০ মদের দোকান খোলার সিধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমনকি চলতি মাসে ১৫০০ টি দোকান খোলার আনুমতিও দেওয়া হয়ে গিয়েছে। এগুলি শিঘ্রই বন্ধ করার দাবী জানায় বিক্ষোভ কারীরা।
তাদের অভিযোগ মদের জন্য যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মহিলাদের উপর বাড়ছে অত্যাচার।তাই এদিন চার দফা দাবীতে আবগারি দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন পেশ করে।এদিন তাদের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584