নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মদ নয়, করোনা চিকিৎসার কিট চাই, মদের দোকান খুলে পরিবারের অশান্তি চাইনা, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবি নিয়ে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী আন্দোলনে শামিল হল এসইউসিআই মালদহ শাখা।
প্রতীকী আন্দোলন প্রদর্শনের পাশাপাশি পরে সংগঠনের পক্ষ থেকে এই দাবি-দাওয়া নিয়ে জেলাশাসকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জেলা সম্পাদক গৌতম সরকার জানান, মদের দোকান বন্ধ এবং অবৈধ কারবারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত তিন, সবুজ মুকুট হাতছাড়া ঝাড়গ্রামের
তার পাশাপাশি সকলে যাতে রেশন পান রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে। এমন বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আজ জেলাশাসক রাজর্শ্রী মিত্রের হাতে এই মর্মে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584