মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনধের সমর্থনে এসইউসিআইয়ের মিছিল কোচবিহারে

0
72

মনিরুল হক, কোচবিহারঃ

পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বনধের সমর্থনে কোচবিহারে মিছিল করল এসইউসিআই। আজ এসইউসিআই পক্ষ থেকে কোচবিহার শহরে মিছিল করে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।একই সঙ্গে কৃষিঋণ মুকুব ও এনআরসি বাতিলের দাবিতেও আওয়াজ তোলা হয় এদিনের মিছিলে।এসইউসিআই কর্মী সদস্যরা বৃষ্টিকে উপেক্ষা করে এই মিছিলে যোগ দেয়। কোচবিহার ভবানীগঞ্জ বাজার,হরিশপাল চৌপথি,কাছারি মোড় সহ বিভিন্ন এলাকা পরিক্রম করে এই মিছিল।এসইউসিআই কোচবিহার শহর কমিটির সম্পাদক নেপাল মিত্র বলেন, “পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং কৃষি ঋণ মুকুব ও এনআরসি বাতিলের দাবিতে আজ সারা দেশ জুড়ে ১২ ঘণ্টার বনধ হচ্ছে।আমরা বনধের সমর্থনে মিছিল করছি। কোচবিহারে সর্বাত্মক ভাবে বনধ হচ্ছে। সাধারণ মানুষকে সংগ্রামী অভিনন্দন জানাই।”

আরও পড়ুনঃ অন্যরকম জন্মদিন উদযাপন জয়িতার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here