সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
সোমবার কুলতলির মৈপীঠ এসইউসিআই (সি) সর্মথকরা দলীয় নেতা হত্যার প্রতিবাদে ১২ ঘণ্টা বন্ধের সমর্থনে মিছিল করল। এদিকে কুলতলী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গণেশ মণ্ডলের দাবি, কোনোভাবেই কুলতলিতে বনধ হচ্ছে না।
সূত্রের খবর, কুলতলি বিধানসভা কেন্দ্রের জামতলা-সহ বিভিন্ন এলাকায় দোকানপাট বাজার খোলা রয়েছে। চলছে ছোট যান। তবে ঘটনাস্থল মৈপীঠ শুনশান।
আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কুলতলি, নিহত দুই
কুলতলি থানার ওসি সুমন দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা টহলদারি চালাচ্ছে। পাশাপাশি মৈপীঠ থানার পুলিশও টহলদারি চালাচ্ছে।
আরও পড়ুনঃ কুশমন্ডিতে বাঁধ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা
দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথান সোমবার দুপুরে ব্লক অফিসে একটি প্রশাসনিক বৈঠক করবেন। যে সভায় বিভিন্ন দলের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বারুইপুর জেলা পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসইউসিআই বিরোধ চরমে। তারপরেই খুন পাল্টা খুনের ঘটনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584