নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে মদের দোকান বন্ধ রেখে শ্রমিকদের ২০০ দিনের কাজের ব্যবস্থা, কৃষিঋণ মুকুব, কার্ডহীন সহ সকলকে রেশন সামগ্রী সমানভাবে দেওয়ার দাবিতে বিডিওর কাছে ডেপুটেশন দিল বামপন্থী সংগঠন এস ইউ সি আই।
বৃহস্পতিবার দুপুর ৩ টায় মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকে সামাজিক দূরত্ব বজায় রেখে দলের নেতা ও কর্মীরা গায়ে তাদের দাবিদাওয়ার প্ল্যাকার্ড লাগিয়ে হাজির হন। তাদের দাবিপত্রের একটি স্মারকলিপিও বিডিওর হাতে তুলে দেন তারা।
আরও পড়ুনঃ এস এফ আই -এর প্রতিবাদ কর্মসূচি
এদিন দলের হরিশ্চন্দ্রপুর লোকাল কমিটির সম্পাদক উজ্জ্বলেন্দু সরকার জানান ,”এই লকডাউনে এলাকায় কাজকর্ম বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, চাষীরা। অথচ রাজ্য সরকার শ্রমিকদের রোজগারের পথ না দেখিয়ে এলাকায় মদের দোকানগুলি খুলে মানুষদেরকে বিপদে ফেলেছেন। তাই আমরা এই ৪ দফা দাবি জানাতে বিডিওর কাছে এসেছি।’ হরিশ্চন্দ্রপুর ব্লকের বিডিও অনির্বান বসু এ প্রসঙ্গে জানান, ‘আমরাও চাই, এই লকডাউনে যাতে সবাই রেশন সামগ্রী পায়। তাছাড়া মদের দোকান বন্ধ ,কৃষিঋণ মকুব সহ এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। ব্লক প্রশাসনের এক্তিয়ারে নেই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584