খড়্গপুর মহকুমা শাসক দফতরে মনোনয়নপত্র জমা এসইউসিআইয়ের

0
46

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিধানসভা নির্বাচন ২০২১শে আট দফায় নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে অনেকটাই এগিয়ে এস ইউ সি আই কমিউনিস্ট দল।

SUCI Nomination | newsfront.co
মনোনয়নপত্র জমা ৷ নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের ১৫ টি আসনের মধ্যে ১৪ টি আসনে প্রার্থী দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেইমতো দলের পক্ষ থেকে শুক্রবার খড়্গপুর মহকুমা শাসক দফতরে নমিনেশন জমা দিলেন ৬ টি বিধানসভা কেন্দ্রের ছয়জন প্রার্থী।

SUCI Rally | newsfront.co
মিছিল ৷ নিজস্ব চিত্র

দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন খড়্গপুর সদর, খড়্গপুর গ্রামীণ, নারায়ণগড়, ডেবরা, পিংলা, সবং বিধানসভা কেন্দ্রের ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

আরও পড়ুনঃ নতুন মুখের প্রাধান্য আলিপুরদুয়ারে তৃণমূলের প্রার্থী তালিকায়

খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন সুরঞ্জন মহাপাত্র, খড়্গপুর গ্রামীণ কেন্দ্রে মানিক চন্দ্র পয়ড়্যা, নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে শ্যামাপদ জানা, ডেবরা বিধানসভায় শিক্ষক দীপঙ্কর মাইতি, পিংলা বিধানসভায় শিশির কুমার মান্ন্যা, সবং বিধানসভা কেন্দ্রে ডাঃ হরেকৃষ্ণ মাইতি সহ দলের নেতা কর্মী সমর্থকেরা ফেস্টুন প্ল্যাকার্ড হাতে মিছিল করে এসে জেলা শাসক দফতরে আসেন। এরপরেই রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয় মনোনয়ন পত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here