নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দলীয় কর্মী খুনের প্রতিবাদে আগামীকাল কুলতলিতে বনধ ডাকলো এসইউসিআই। সম্প্রতি তৃণমূলের সাথে সংঘর্ষে নিহত হন এসইউসিআই দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুধাংশু জানা।

সুধাংশু জানার হত্যা ও মৈপীঠ অঞ্চলের কয়েকশ বাড়ি ও দোকান লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সোমবার কুলতলিতে বনধ ডেকেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই একই ঘটনার জন্য রবিবার ও কাল সোমবার প্রতিবাদ দিবস হিসাবেও পালন করবে এসইউসিআই।
আরও পড়ুন: কুলতুলির ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কোচবিহারে পথে নামল এসইউসিআই
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কুলতলির মৈপীঠ অঞ্চলে তৃণমূল এসইউসিআইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে এলাকার ঘর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি দুই দলের কর্মী নিহত হয় বলে দাবী করা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584