পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
পানের দাম না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মৃত্যু হল এক চাষির। মূলত ঋণগ্রস্তও ছিলেন তিনি। আর তার জেরেই মৃত্যু হতে পারে বলে স্থানীয় সূত্রে খবর। জানা যায় মৃত পান চাষির নাম সুবোধ দত্ত, বাড়ি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। তিনি একজন ক্ষুদ্র পান চাষি ছিলেন।
ঋণ নিয়ে পান চাষে বিনিয়োগ করেন। এখন লকডাউনের জেরে একদম পান বিক্রি হচ্ছে না। তেমনি পানের দাম তলানীতে চলে আসাতে আর্থিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে দাবি করেছেন পান সমিতির শ্রীকৃষ্ণপুর শাখার সম্পাদক বাবন পাল।
আরও পড়ুনঃ করোনার প্রভাব এবার কুমড়া চাষেও, ব্যবসায় লোকসানে মাথায় হাত চাষিদের
অন্যদিকে, মৃতের ভাইপো অমিত দত্ত জানান,পানের পর্যাপ্ত দাম না পেয়ে মানসিক অবসাদের জেরে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে।যদিও উদ্ধারের পর মৃতদেহটি ইসলামপুর মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও এদিনের এই ঘটনার পর শোকের ছায়া পরিবারের সদস্যদের পাশাপাশি অন্যান্য পান চাষিদের পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584