পিয়ালী দাস,বীরভূমঃ
সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর গ্রামের বাসিন্দা জমির মোল্লা।পেশায় বাঁকুড়ার একটি কয়লা খাদান এর কর্মী ।গতকালই সেখান থেকে বাড়ি ফিরেছিল । আজ সকালে হঠাৎই তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা গ্রাম। লোকজন ভয় পেয়ে ছুটে বেরিয়ে আসে বাড়ি থেকে ।এরপর দেখা যায় জামির মোল্লার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। গ্রামের লোক যখন তার বাড়ির সামনে এসে পৌঁছায় তারা দেখতে পায় বাড়ির বাইরে ছিটকে পড়েছে জামির মোল্লা। রক্তাক্ত দেহ, ক্ষত-বিক্ষত হয়ে চিৎকার করছে, বাঁচার করুণ আর্তনাদ করছে স্থানীয় বাসিন্দাদের কাছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সদাইপুর থানায় ।সেখান থেকে পুলিশ আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে ।
এরপরই বাড়ি থেকে উদ্ধার হয় বোমের অংশ। স্থানীয় বাসিন্দাদের মত অনুযায়ী এগুলো সবই ছিল ডিনামাইট বোমের অংশ। প্রশ্ন উঠছে যদি তাই হয় তাহলে ডিনামাইট জামির মোল্লা পেল কি করে ?তা বাড়িতেই বা রেখেছিল কিভাবে ? গ্রামবাসীরা অবশ্য জানাচ্ছেন এ বিষয়ে তারা কিছুই জানতেন না। যদিও সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ।বীরভূমের পুলিশসুপার কুনাল আগরওয়াল জানান ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584