সুদীপ পাল,বর্ধমানঃ
ছাত্রের মা বিকেলে নিখোঁজ ডায়েরি করেছিলেন। রাতেই ফিরে এলো বছর চোদ্দর সেই ছাত্র।

আউসগ্রামের গঙ্গারামপুরের ওই ছাত্রের দাবি, স্কুল থেকে বাড়ি ফেরার সময় পুরসভার রাস্তায় মালবাহী গাড়ি থেকে নেমে হাসপাতালের ঠিকানা জানতে চান একজন। কথা বলতে গেলে তার নাকে রুমাল চাপা দিয়ে বর্ধমানের একটি ঘরে আটকে রাখা হয়। পরে সুযোগ বুঝে সে পালিয়ে এসেছে।
যদিও তদন্তে নেমে পুলিশের দাবি অপহরণ নয়, ভয় বা চাপে পালিয়ে গিয়েছিল অষ্টম শ্রেণীর ছাত্র।
স্কুল ছুটির পরে বাড়ি না ফেরায় স্কুলে খোঁজ নিতে যান ওই কিশোরের মা। ছেলেকে সেখানে না পেয়ে গুসকরা পি পি ইনস্টিটিউশন-এর প্রধান শিক্ষককে তিনি বিষয়টি জানান। খোঁজ খবর নেওয়া হয় বন্ধুদের বাড়িতে। ইতিমধ্যে প্রধান শিক্ষক পরিচালন সমিতিকে বিষয়টি অবগত করেন। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ওই কিশোরের মা গুসকরা ফাঁড়িতে নিখোঁজের ডায়েরি করেন।
তিনি বলেন, কয়েক ঘন্টা পরে রাত সাড়ে নটা নাগাদ আপ ডিএমইউ ট্রেনে ছেলে নিজে থেকেই বাড়ি ফিরে আসে।
জানা যায়, দ্বিতীয় ইউনিট টেস্টের খাতা দিয়ে অভিভাবকদের সই করে আনার জন্য বলা হয়েছিল পড়ুয়াদের। এই ছাত্র কম নাম্বার পেয়েছিল। পঞ্চম পিরিয়ডের পর স্কুলে একটি অনুষ্ঠান থাকায় স্কুল আগে ছুটি হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমাংশুবাবু জানান, ছেলেটি যা বলছে তা ঠিক হোক বা ভুল হোক বিষয়টি যথেষ্ট চিন্তার।
আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত প্রায় ১০
পড়াশুনা নিয়ে অভিভাবকদের উচ্চাশার চাপ নিতে পারছে না বলেই কি পড়ুয়ারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সে প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও পুলিশের দাবি ছেলেটি নিখোঁজ হওয়ার পিছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584