বুনিয়াদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল গাড়ি

0
109

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের অবস্থিত বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দ্রুতগতিতে আসা ছোট চারচাকা গাড়ি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের চকসাদুল্লা মোড় এলাকায়।

road accident | newsfront.co
নিজস্ব চিত্র

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, এদিন সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ মালদার অভিমুখ থেকে অত্যন্ত দ্রুতগতিতে বুনিয়াদপুরের দিকে আসছিল গাড়িটি। চকসাদুল্লা মোড় এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক থেকে রাস্তার পার্শ্বে থাকা বাড়ির ভেতর দিয়ে প্রায় ১০০ মিটার পথ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলে গাড়িটি। ঘটনায় গাড়ির ধাক্কায় তৎক্ষণাৎ বাড়ির পার্শ্বে বেঁধে রাখা একটি গরুর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ পোস্ট অফিস বন্ধের প্রতিবাদে পথ অবরোধ তিওরে

cow dead | newsfront.co
মৃত গরু। নিজস্ব চিত্র

যদিও বাড়ির ভেতরে থাকা মানুষ জনের প্রাণহানি না হলেও দুর্ঘটনাগ্রস্ত বাড়ির অর্ধেক অংশ সম্পূর্ণরূপে ভেঙে যায়। পাশাপাশি টিভি- সহ অন্যান্য আসবাবপত্র চুরমার হয়ে যায়।

আরও পড়ুনঃ হার্মাদ মুক্ত দিবস বর্ষপূর্তিতে পথসভায় শুভেন্দু অধিকারী

car damage | newsfront.co
ঘাতক গাড়ি। নিজস্ব চিত্র

ঘটনার পর মুহূর্তেই ঘাতক গাড়ির চালক ও যাত্রীরা গাড়ি ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি গাড়ির চালক বাকিদের খোঁজ শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। এদিকে সম্পূর্ণরূপে বাড়িঘর ভেঙ্গে যাওয়ায় আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অসহায় পরিবারটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here