গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

0
43

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে শ্বশুরবাড়ি সদস্যদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাপের বাড়ির সদস্য, প্রতিবেশীরা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা থানার বেতালিয়ার কাছে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

local chaos | newsfront.co
বিক্ষোভরত জনতা। নিজস্ব চিত্র

এর জেরে রাস্তায় দাঁড়িয়ে যায় শতাধিক গাড়ি ও যাত্রীবাহী বাস। মারিশদা থানার পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। প্রসঙ্গত গত ১৪ ই মার্চ গৃহবধূ সাবেরুন বিবিকে গুরুতর অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করে শ্বশুর বাড়ির সদস্যরা পালিয়ে যায়।

আরও পড়ুনঃ সপ্তাহ কাটলেও, খোঁজ নেই নীলকণ্ঠের

road block | newsfront.co
ব্যাহত যানচলাচল। নিজস্ব চিত্র

এরপর বাপের বাড়ির সদস্যরা জানতে পেরে হাসপাতালে হাজির হয়। রাতেই ওই গৃহবধূর হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনার পর মৃতার শ্বশুর বাড়ির সদস্যরা এলাকাছাড়া রয়েছে বলে পুলিশের দাবি। এরপর মৃতার বাপের বাড়ির সদস্যরা কাজী থানায় অভিযোগ দায়ের করে।

chaos | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে ৩১শে মার্চ পর্যন্ত মন্দির বন্ধের নির্দেশ কর্তৃপক্ষের

কিন্তু পুলিশ অভিযোগ নিলেও কোন ডাইরি নম্বর দেয়নি বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাপের বাড়ির সদস্যরা। তবে আগামী দিনে ওই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here