প্রমোদ সাওন্তের সঙ্গে মতানৈক্য এখন অতীত দাবি MGM-এর, গোয়ার তৃণমূল জোটে ঘোঁট

0
63

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে আজ, বৃহস্পতিবার। আর ঠিক তার আগের দিনই গোয়ার রাজনৈতিক সমীকরণে হয়ে গেল বড়সড় খেলা। ভোট পূর্ববর্তী পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল মহারাষ্ট্র গোমন্তক পার্টির। গতকালই মহারাষ্ট্র গোমন্তক পার্টির সুদিন ধাভালিকার জানালেন ভোট পরবর্তী জোট হতে পারে বিজেপি বা কংগ্রেসের সঙ্গে।

Sudin Dhavalikar
সুদিন ধাভালিকার, মহারাষ্ট্র গো-মন্তক পার্টি

রাজনৈতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছিলেন যে গোয়া বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুদিন ধাভালিকারের মত ,তাঁরা যে সংখ্যক আসন পাবেন তাতে সরকার গঠনের ক্ষেত্রে তাঁরাই হতে চলেছেন ‘কিং মেকার’। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহারাষ্ট্র গোমন্তক পার্টি আলোচনা চালাচ্ছে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে। আজ বিকেল ৪টের সময় সিদ্ধান্ত ঘোষণা করবে মহারাষ্ট্র গোমন্তক পার্টি, এমনটাই জানিয়েছেন ধাভালিকার।

গোয়া-র ৪০ টি বিধানসভা আসনের মধ্যে ১০ এর বেশি আসন পাবে মহারাষ্ট্র গোমন্তক পার্টি এমনটাই দাবি করেছেন ধাভালিকার। কিন্তু তাহলে তৃণমূলের সঙ্গে জোটের কি হবে! ধাভালিকারের বক্তব্য তাঁরা এখনও জোটেই আছেন। তবে ফল ঘোষণার পরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত ঘোষণা করবেন তাঁরা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এমজিএম -এর সঙ্গে তাদের জোট নাকি এখনো অটুট।

আরও পড়ুনঃ রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেন সরকারের

উল্লেখ্য, গত শনিবারই ধাভালিকার বলেছিলেন যে প্রমোদ সাওন্তকে মুখ্যমন্ত্রী হিসাবে সমর্থন করার কোন প্রশ্নই ওঠে না, আর গতকাল ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে তাঁর মন্তব্য প্রমোদ সাওন্তের সঙ্গে মতানৈক্য এখন অতীত। ওয়াকিবহাল মহলের একাংশের এখন প্রশ্ন, তৃণমূলের এই জোট কি সত্যিই ভোট পাওয়ার জন্য ছিল নাকি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে বিরোধী ভোট ভাগের চক্রান্তেই জোট হয়েছিল!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here