মুম্বইয়ের মিউজিক্যাল জার্নিতে কলকাতার সুদীপ্তা

0
313

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

“করোনার কারণে গৃহবন্দি আমরা সবাই”— বাক্যটা আজ বড্ড পুরনো। ফিকে। বেরঙিন। অনেকদিন হয়ে গেছে। ধীরে ধীরে খুলছে বিভিন্ন পরিষেবা। তবে, সব ক্ষেত্র খোলার অবকাশ হয়নি এখনও। পুরোপুরি বিপদমুক্ত হইনি আমরা। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু আর কতদিন মানুষ এভাবে থাকবেন কর্মহীন? আর কতদিন? আর তাই ধীরে ধীরে খোলার মুখে বিভিন্ন সংস্থা।

Bas Kuch Dino Ki Baat | newsfront.co

সামাজিক দূরত্ব মেনে, অল্প শ্রমিকে কাজ চালিয়ে নেওয়ার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মাত্র কয়েকটা দিন একটু সাবধানে থাকলেই হয়ত কমবে করোনার প্রকোপ। এই আশায় বুক বেঁধেছি আমরা। আর এই আশা বুকে নিয়েই একটি মিউজিক্যাল জার্নি বানাল জি মিউজিক কোম্পানি।

‘বস কুছ দিনো কি বাত হ্যায়’ শিরোনামের গানটিতে দেখা গিয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহারথীদের। যাঁদের মধ্যে রয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কলকাতা থেকে তিনি একাই অংশ নিয়েছেন বলিউড মিউজিক্যাল জার্নিতে। স্বাভাবিকভাবেই বেশ আপ্লুত সুদীপ্তা।

celeb | newsfront.co

” শ্রীতমা দি (দত্ত) এখন মুম্বইতে ডিরেকশনের কাজে লিপ্ত। তাঁর সঙ্গে আমার একটা কাজের ব্যাপারে চুক্তি হয় একবার। সেই শ্রীতমা’দিই আমাকে বলেন এই মিউজিক্যাল জার্নিতে অংশ নিতে। আমিও খুশি মনে অফারটা গ্রহণ করি। জানতাম না কলকাতা থেকে কেবল আমি একাই আছি এই ভিডিওতে।”

আরও পড়ুনঃ তৈরির তিন বছর পর এল ‘চতুরাশ্রম’

আদিত্য ভরদ্বাজের ভাবনায় ও প্রযোজনায় গড়ে উঠেছে এই মিউজিক্যাল জার্নি। পরিচালনায় কলকাতার শ্রীতমা দত্ত। সঙ্গীত পরিচালনায় এ এম সি আমন। গান গেয়েছেন এ এম সি আমন এবং নিধি কোহলি। গান লিখেছেন নিরজ কুমার পাল। ওয়াই স্টার সিনে অ্যান্ড টেলিভিশন, হোয়াইট শ্যাডো এন্টারটেইনমেন্ট, মহাত্মা গান্ধী স্কুল ট্রাস্ট-এর নিবেদনে জি মিউজিক কোম্পানির প্ল্যাটফর্মে এল এই মিউজিক্যাল জার্নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here