নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টলিউড হারাল আরও এক রত্ন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই প্রয়াত হন সাহিত্যিক, কবি, পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
আজ সকাল ৬ টা নাগাদ ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। ডায়ালিসিসও চলছিল। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি যা দিয়ে গিয়েছেন তা এক কথায় অফুরন্ত।
বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘মন্দ মেয়ের উপাখ্যান’ এবং ‘কালপুরুষ’-ছবিতে অভিনয় করেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন– “Poet and Filmmaker Buddhadeb Dasgupta is no more !!In the post Ray-Ghatak era, he was one of the most celebrated, sought after, respected, treasured and valued Indian (and Bengali) Filmmaker in the International Diaspora. I’ve been fortunate enough to have worked in two of his films… #MondoMeyerUpakhyan and #Kalpurush It is indeed an irreparable loss for Indian and Bengali film industry and World Cinema at large, of course.We knew that he’s been suffering from health issues since long but we all were hoping that he would fight back, will come back to the shooting floor again and gift us another masterpiece soon…
But…. that never happened!!
May your soul rest in peace Buddha da🌹
My heartfelt condolences to his family, his daughters and friends.”
‘স্বপ্নের দিন’ ও ‘উত্তরা’ ছবির জন্য পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়াও তাঁর পরিচালনায় ৫টি ছবি সেরা ছবির শিরোপা পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায়। বাংলার সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তাঁর আরও দু’টি ছবি— ‘দূরত্ব’ এবং ‘তাহাদের কথা’।
আরও পড়ুনঃ নায়িকা বলে কী!
শুধু চলচ্চিত্র পরিচালক হিসেবে নয়, সাহিত্য জগতেও স্বাক্ষর রেখেছেন বুদ্ধদেব দাশগুপ্ত। বহু কবিতা লিখেছেন তিনি৷ তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’।দক্ষিণ পুরুলিয়ার আনারাতে জন্ম এবং বেড়ে ওঠা বুদ্ধদেবের। স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন অর্থনীতি বিষয়ে।পড়াশোনা ও সাহিত্য জগৎ থেকে সরাসরি পরিচালনায়। এর সিংহভাগ কৃতিত্ব অবশ্য কলকাতা ফিল্ম সোসাইটির।
আরও পড়ুনঃ প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
Saddened at the passing away of eminent filmmaker Buddhadeb Dasgupta. Through his works, he infused lyricism into the language of cinema. His death comes as a great loss for the film fraternity. Condolences to his family, colleagues and admirers
— Mamata Banerjee (@MamataOfficial) June 10, 2021
পরিচালকের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে শোকবার্তা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন- “বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর কাজের মধ্যে দিয়ে তিনি চলচ্চিত্রের ভাষায় কবিতার জন্ম দিয়েছেন।”
এহেন এক কবি, সাহিত্যিক, পরিচালকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিউজ ফ্রন্ট পরিবারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584