নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের পথে বামেরা। দশ লক্ষ মানুষকে নিয়ে এই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলের। আর তাই চলছে জোর প্রচার। শনিবারের সন্ধেয় দিকে দিকে প্রচার মিটিং-এ শামিল হতে দেখা গিয়েছে তরুণ তুর্কীদেরকেও।
ওদিকে বিধানসভা নির্বাচনের আগে তোরজোর তুঙ্গে শাসক দল এবং পদ্মফুলেও। তাই থেমে নেই বামেরাও। তারাও বোমা ফাটাল ‘টুম্পা’ গানে। বামেরা গানটিকেই প্যারোডি হিসেবে নতুন করে তৈরি করে প্রচার চালাচ্ছে। বিজেপি এবং তৃণমূলকে এই গানের মাধ্যমেই ঠেসছে তারা। সোশ্যাল মিডিয়ায় এই গানে তুফান উঠেছে।
সাম্প্রতিক কালে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, পিকনিক কোথায় নেই সেই টুম্পা সোনা? আর তার ফলে ঘন ঘন জিভে কামড় আর বিষম খাচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কিন্তু কেন? আরে বাবা, তাঁর ডাক নাম যে টুম্পা। আর বামেদের নিয়ে আসা নতুন কথা সম্বলিত প্রচারি গান ‘টুম্পা সোনা’ গান শুনে বেশ মজা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মজার পোস্ট।
আরও পড়ুনঃ ভোটের হাওয়ায় প্রধানমন্ত্রী মোদির বায়োপিক
সুদীপ্তা লিখেছেন- “বলছি যে… আমি আর কোথায় কোথায় যাবো ভাইটি ??? আমাকে নিয়ে এত টানাটানি কেনো??? গাল কামড়াতে কামড়াতে আর বিষম খেতে খেতে মরে যাবো তো এবার !!!” এই পোস্টটিতে কমেন্টের ঝড় বইছে। বলা ভাল, ভাইরাল হয়েছে পোস্টটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584