পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
এটিএম বিভ্রাটে নাজেহাল ইসলামপুরবাসী। গত তিনদিন ধরে ইসলামপুর শহরের বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠলেও ব্যাংক কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।
গ্রাহকদের অভিযোগ, গত তিনদিন ধরে ইসলামপুর শহরের কোনও এটিএম কাউন্টারে টাকা মিলছে না।
পাশাপাশি অধিকাংশ সময়ই এটিএম কাউন্টারগুলিতে লিংক ফেল বা মেশিন খারাপ বা নো ক্যাশের নোটিশ ঝোলানো থাকে।
আপাতকালীন মুহূর্তে গ্রাহকদের আকাউন্টে টাকা থেকেও বিপদের কারনে অন্যের থেকে টাকা ধার করতে হয়। এটিএম থেকেও টাকা না পেয়ে বিভিন্ন সমস্যায় জেরবার ইসলামপুর শহরবাসী। এছাড়াও গ্রামাঞ্চল থেকে আসা বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়ারাও এটিএম বিভ্রাটে নাজেহাল।
যদিও এসবিআই ব্যাংক কর্তৃপক্ষ মেশিন পুরোনো হয়ে যাবার কথা স্বীকার করে পরিষেবা ঠিকঠাকের দাবী করলেও অন্যান্য ব্যাংক কর্তৃপক্ষ এজেন্সির উপর দায়ভার চাপিয়েছে।
তবে কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সোমা সত্যম ইসলামপুরের মধ্যে শ্রেষ্ঠ এটিএম পরিষেবার দাবী করলেও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বলেই অফিস ছেড়ে চলে যান।
যদিও কানারা ব্যাংকের এটিএম কাউন্টার ২৪ ঘন্টা খোলা থাকলেও তাতে যে টাকা থাকে না সেবিষয়ে ইসলামপুরবাসী অবগত আছেন।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় নাবালকের মৃত্যু,প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
সবমিলিয়ে আগামীকাল রবিবার থাকাতে এই সমস্যাও যে আরও চরম আকার নেবে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584