পশ্চিম মেদিনীপুর করোনা হাসপাতালে পর্যাপ্ত বেড খালি আছেঃ মুখ্য স্বাস্থ্য আধিকারিক

0
39

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার করোনা হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে বেড খালি রয়েছে ,চিন্তার কোন বিষয় নেই বলে মঙ্গলবার জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নিমাই চন্দ্র মন্ডল। তিনি বলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর হাসপাতালে ৫০ টির মধ্যে ২৫টি বেড খালি রয়েছে, শালবনি করোনা হাসপাতালে ১২৩ টি বেট খালি রয়েছে, আয়ুস হাসপাতাল ৬১ টি বেড খালি রয়েছে, ডেবরা সেভ হোমে ১৮ টি বেড খালি রয়েছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

health administrator | newsfront.co
মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ নিজস্ব চিত্র

করোনা আক্রান্ত রোগীদের করোনা হাসপাতালে ভর্তির জন্য কোনো অসুবিধা হবে না। যারা আতঙ্কিত বোধ করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন করোনা হাসপাতালগুলিতে প্রচুর পরিমাণে বেড খালি রয়েছে, আপনারা চিন্তা করবেন না করোনা আক্রান্ত রোগীদের ওই হাসপাতালগুলিতে ভর্তি করা হবে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে তারাপীঠের গর্ভগৃহে প্রবেশে ছাড়

সেই সঙ্গে তিনি বলেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোবেন না। প্রশাসন আপনাদের পাশে রয়েছে, আপনারা সচেতন থাকবেন ও সুস্থ থাকবেন।

তবে যেভাবে হু হু করে করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে বিভিন্ন মহলে ।তাই পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মঙ্গলবার বলেন অনেকেই করোনা হাসপাতালে বেড নেই বলে অপপ্রচার করে গুজব ছড়াচ্ছে। কিন্তু কেউ গুজবে কান দেবেন না,করোনা হাসপাতাল গুলিতে পর্যাপ্ত পরিমাণে বেড খালি রয়েছে। তাই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ভর্তি করার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here