সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান শহরের পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে রবীন্দ্রপল্লী লাগোয়া একটি জায়গায় জঞ্জাল ফেলা হচ্ছে।দীর্ঘদিন ধরে এই জঞ্জাল ফেলার ফলে এখন দুর্গন্ধের টেকাই দায় হয়েছে এলাকাবাসীর।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জমিতে ডাম্পিং গ্রাউন্ড বানানো হওয়ার পর জঞ্জাল ফেলা হচ্ছে। দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে জঞ্জাল ফেলার ফলে তার মারাত্মক প্রভাব দেখা যাচ্ছে এলাকাবাসীদের মধ্যে।
অনেকেই ভুগছেন শ্বাসকষ্টে।স্থানীয়দের বক্তব্য আশেপাশেই রয়েছে বহুতল আবাসন ও শিশুদের স্কুল।দুর্গন্ধে এতটাই টেকা দায় হয় যে সব সময়ই দরজা-জানলা বন্ধ রাখতে হচ্ছে।ডাম্পিং গ্রাউন্ডটি নিয়ে বর্ধমান পুরসভা উদ্যোগ নিক, এমনটাই চাইছে এলাকাবাসী।যদি সেটা না হয় তাহলে ডেঙ্গি বা ম্যালেরিয়ার প্রভাব আরো ব্যাপকভাবে এই এলাকায় ছড়াবে।অনেকেই বলছেন বর্ধমান পুরসভার ডেঙ্গি বা ম্যালেরিয়া নিয়ে যে ধরনের কর্মসূচি নেয় তাতে যদি ডাম্পিং গ্রাউন্ড নিয়ে কোন পদক্ষেপ না নেয় তাহলে সচেতনতা বিষয়টির কোনো মর্যাদা থাকবে না। বিদায়ী চেয়ারম্যান খোকন দাস নতুন বোর্ড গঠন হলে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584