পল্লব দাস,বহরমপুরঃ
মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক একটি জায়গা
নবাবী আমলের মহল,স্মৃতি সৌধ থেকে ইংরেজ আমলের অনেক নিদর্শন এখানে বর্তমান।ছড়িয়ে ছিটিয়ে আছে আরো অনেক ইতিহাস যেগুলি হয়তো স্থানীয় লোক জনশ্রুতি তেই আবদ্ধ।এই জেলাতেই অবস্থান করে বেলডাঙ্গা।প্রথম থেকেই এখানে কাঁচা লঙ্কা উৎপাদনে বেশ নাম ছিল।বেলডাঙ্গায় হাট বসে সেই অনেক বছর থেকে,আজ ও সেটি চলছে।তবে আরো কিছু ছিল যেটি অনেকেই জানেন না।
বেলডাঙ্গা রেল স্টেশন থেকে কয়েক পা চলতেই একটা পুরোনো পরিত্যক্ত কারখানা দেখা যাবে।চারদিকে ঘিরে আছে জঙ্গল লতা পাতা।ব্রিটিশ আমলে এখানে ছিল একটা চামড়ার ট্যানারি,পরে ১৯৩৩ সালে এটিকে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়,তৈরি হয় চিনি মিল।শ্রী রাধাকৃষ্ণ চিনিমিল নামে এই মিল বেলডাঙ্গার অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দেয় ।সাথে যোগান দেয় জীবিকার,অনেক মানুষ সেই সময় এই মিলে কাজ করতেন।এই চিনি তৈরি কারখানা যন্ত্রপাতি নিয়ে আসা হয় সুদূর ইংল্যান্ড থেকে।
উৎপাদিত চিনির মান যথেষ্ট সন্তুষ্টিজনক ছিল বলেই জানা যায়। লালগোলা-রানাঘাট রেল লাইন সংযোগ হবার পর মিল কর্তৃপক্ষ রেললাইন মিল পর্যন্ত পেতে দেন ফলে চিনি মিল থেকে রেলপথে কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হত।কলকাতা ছাড়াও বহু জায়গায় এই চিনি রপ্তানি করা হত এমন কি ইংল্যান্ডেও বেলডাঙ্গার চিনি রপ্তানি করা হতো। জলপথে ভাগীরথী নদী দিয়েও চিনি পৌঁছে যেত বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে।চিনির জন্য প্রয়োজনীয় আখের বেশির ভাগ আসত রাজশাহী জেলা থেকে । মিল কর্তৃপক্ষ ১৯৩৬ সালে মুর্শিদাবাদ জেলার রেজিনগর,বানজেটিয়া, বহরমপুর অঞ্চল,নদীয়া
জেলার কিছু অঞ্চল আখ চাষের জন্য কিনে নেন।১৯০০ সালে নীল চাষের অবসান ঘটলে মুর্শিদাবাদ,নদীয়া সহ অনেক জায়গার বিস্তীর্ণ জমিতে আখ চাষ শুরু হয়।এরপর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ,সালটা ১৯৪৭, দেশ স্বাধীন হয়নি কিন্তু মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে চলেছে এই কথা শোনা যায়।বন্ধ হয়ে যায় শ্রী রাধাকৃষ্ণ সুগার মিল প্রাইভেট লিমিটেড।কাজ হারান বহু মানুষ,মিল কর্তৃপক্ষ নিজেদের দেউলিয়া ঘোষণা করেন।১৪ বছর পর তেতো হয়ে যায় চিনি মিল।বেলডাঙ্গার অর্থনীতিতে সক্রিয় ভূমিকা ছিল চিনিমিল এর।বেশ জনপ্রিয় ছিল এখানকার চিনি। আজও স্থানীয় মানুষ মিলের দিকে তাকিয়ে আশা বোনেন,হয়তো সরকারি উদ্যোগে
আবার কখনো খুলবে মিল।
আরও পড়ুনঃ নজরুলের টাকায় রাধাকৃষ্ণের মন্দির পূর্বস্থলীতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584